Samit Sarkar

প্রয়াত সমিত সরকার

বুধবার বেলা সাড়ে ১২টা নাগাদ হাসপাতালেই মারা যান তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২০ ০৫:৩৪
Share:

সমিত সরকার

প্রয়াত হলেন প্রকাশনী সংস্থা ‘এম সি সরকার অ্যান্ড সন্স’-এর কর্ণধার সমিত সরকার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৯ বছর। স্ত্রী আগেই মারা গিয়েছেন। রেখে গেলেন একমাত্র পুত্র শিলাদিত্যকে। পরিবার সূত্রের খবর, সোমবার রাতে দক্ষিণ কলকাতার বাড়িতেই সেরিব্রাল স্ট্রোক হয় তাঁর। মস্তিষ্কে প্রবল রক্তক্ষরণও হয়েছিল। মঙ্গলবার একটি বেসরকারি হাসপাতালে মস্তিষ্কে অস্ত্রোপচারও হয়। বুধবার বেলা সাড়ে ১২টা নাগাদ হাসপাতালেই মারা যান তিনি। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ কলেজ স্ট্রিট বই পাড়া। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের কার্যকরী সমিতির সদস্যও ছিলেন সমিতবাবু। গিল্ডের সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় জানান, সমিতবাবুর ঠাকুর্দা সুধীরচন্দ্র সরকার মৌচাক পত্রিকার সম্পাদক ছিলেন। তাঁর বাবা রায়বাহাদুর মহিমচন্দ্র সরকারের নামেই ‘এম সি সরকার অ্যান্ড সন্স’ প্রকাশনী সংস্থা। পরবর্তী কালে সুধীরবাবুর পুত্র সুপ্রিয় সরকার এবং উত্তরাধিকার সূত্রে সমিতবাবু সংস্থার কর্ণধার হন। শরৎচন্দ্র, রাজশেখর বসুর মতো সাহিত্যিকদের বই প্রকাশ করেছে এই সংস্থা। ত্রিদিববাবু বলেন, ‘‘শুধু প্রকাশক নয়, মানুষ হিসেবেও অনেক বড় মাপের ব্যক্তিত্ব ছিল সমিত। ওর মতো দরাজ মন খুব কম দেখেছি। ১৯৮৯ সালে আমরা দু’জনে একসঙ্গেই গিল্ডের সদস্য হয়েছিলাম।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement