elephant

ডুয়ার্সের লোকালয়ে ভোরবেলা ঢুকে পড়ল বুনো হাতি, আতঙ্ক এলাকায়

পরিবেশ কর্মীদের মতে, বর্তমানে জঙ্গলে খাদ্যের বিপুল অভাব দেখা দেওয়ার কারণেই দিনেরবেলাতেও জঙ্গল ছেড়ে লোকালয়ে ছুটে আসছে বুনো হাতি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মে ২০২১ ১৮:০২
Share:

ফের ডুয়ার্সের জঙ্গল ছেড়ে লোকালয়ে দলছুট বুনো হাতির হানা।

ফের ডুয়ার্সের জঙ্গল ছেড়ে খাবারের সন্ধানে সাতসকালে লোকালয়ে দলছুট বুনো হাতির হানা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়ডাক বন বিভাগের অন্তর্গত শালকুমার তুরতুরি এলাকায়। সোমবার ভোর পাঁচটা নাগাদ ঘটে যাওয়া এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।

Advertisement

স্থানীয় সূত্রে খবর, সোমবার ভোরে উত্তর রায়ডাক বন বিভাগের কার্তিকা জঙ্গল সংলগ্ন তুরতুরি বেলতলা এলাকায় এক বৃদ্ধা আচমকাই একটি বুনো হাতি দেখতে পান। তিনি আতঙ্কে চিৎকার চ্যাঁচামেচি শুরু করলে আশেপাশের লোকেরাও হাজির হন ঘটনাস্থলে। একদল হাতিকে তাড়াতে চেষ্টা করায় সমস্যা বাড়ে। যদিও কিছু ক্ষণের মধ্যেই এলাকা ছেড়ে ধোওলাঝোরা বস্তি হয়ে রায়ডাক জঙ্গলের দিকে পালিয়ে যায় হাতিটি।

পরিবেশ কর্মীদের মতে, বর্তমানে জঙ্গলে খাদ্যের বিপুল অভাব দেখা দেওয়ার কারণেই দিনেরবেলাতেও জঙ্গল ছেড়ে লোকালয়ে ছুটে আসছে বুনো হাতি। অবিলম্বে জঙ্গলে ফল, লতাপাতা, গুল্মজাতীয় বৃক্ষরোপণ করা দরকার। খাদ্যের অভাবের কারণে লোকালয়ে এসে চাষের জমিতে হানা দিচ্ছে বুনো হাতির পাল।

Advertisement

অন্য দিকে, সোমবার সকালে ফালাকাটা ব্লকের জটেশ্বর এলাকার একটি গ্রামে তিনটি বুনো দাঁতাল হাতি হানা দেয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোরে তিনটি বিশাল দাঁতাল হাতি জঙ্গল থেকে বের হয়ে জটেশ্বর হাজরা পাড়া হয়ে জটেশ্বর লীলাবতী কলেজের সামনে দিয়ে দলগাঁও-এর জঙ্গলে ঢুকে যায়। এই ঘটনা ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। তবে হাতি তিনটি লোকালয়ে ঢুকলেও ক্ষয়ক্ষতির কোন খবর নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement