ছবি: রয়টার্স।
এ বছর পুজোয় বিদ্যুতের চাহিদা অন্তত সাত শতাংশ বাড়বে বলে মঙ্গলবার জানান বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। পঞ্চমী-ষষ্ঠীতেই রাজ্যে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ৯,৫২০ মেগাওয়াটের ঘরে পৌঁছে যাবে। যার মধ্যে কলকাতা-হাওড়া মিলিয়ে সিইএসসি এলাকায় ওই দু’দিন চাহিদা হবে কমপক্ষে ২,১০০ মেগাওয়াট। তবে চাহিদা যতই বাড়ুক, জোগানে কোনও অসুবিধা হবে না বলে আশ্বাস দিয়েছেন মন্ত্রী।
এ দিন কোল ইন্ডিয়া, রেল, সিইএসসি, ডিভিসি এবং সরকারি বিদ্যুৎ সংস্থাগুলির সঙ্গে বৈঠক করেন বিদ্যুৎমন্ত্রী। পরে তিনি জানান, কোল ইন্ডিয়া পর্যাপ্ত কয়লা দেবে। রেলও সহযোগিতা করবে বলে জানিয়েছে। তাই বিদ্যুৎ জোগাতে সমস্যা হবে না।