Transfer of BDOs

বদলি আট বিডিও, আছেন অভিযুক্তেরা

মালদহের গাজলে ব্যালট বাক্সে কারচুপির মতো একাধিক অভিযোগে বিডিও উষ্ণতা মোক্তানের নাম জড়িয়েছিল। তিনি বদলি হয়েছেন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৩ ০৭:২৯
Share:

নবান্ন। —ফাইল চিত্র।

সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে অনেক ক্ষেত্রেই বিডিওদের ভূমিকা নিয়ে অভিযোগ উঠেছে। কিছু ক্ষেত্রে তা আদালত পর্যন্ত গড়িয়েছে। এই আবহে মঙ্গলবার এক ধাক্কায় আট জন বিডিও-কে বদলি করা হল। এর মধ্যে বাঁকুড়ার তিন জন, পূর্ব মেদিনীপুরের দু’জন এবং ঝাড়গ্রাম, মালদহ, নদিয়ার এক জন করে বিডিও রয়েছেন। তাঁদের অনেকের বিরুদ্ধেই বিরোধীদের অভিযোগ আছে। এ ছাড়া হাই কোর্ট যাঁদের সাসপেন্ড করার নির্দেশ দিয়েছিল, হাওড়ার উলুবেড়িয়ার মহকুমাশাসক এবং উলুবেড়িয়া ১-এর বিডিও-কেও সরিয়ে দেওয়া হয়েছে। সব ক্ষেত্রেই এই অফিসারদের জায়গায় বদলি হয়ে আসা ডেপুটি ম্যাজিস্ট্রেটরা ইতিমধ্যে দায়িত্ব নিয়েছেন। ঘটনাচক্রে, পঞ্চায়েতের তিন স্তরে বোর্ড গঠন প্রক্রিয়াও এর মধ্যেই শুরু হয়েছে।

Advertisement

পঞ্চায়েত ভোটের পরে বাঁকুড়ার বড়জোড়ায় সিপিএমের প্রতীকে ছাপ মারা কয়েকশো ব্যালট পাওয়া যায়। বড়জোড়ার বিডিও সুরজিৎ পণ্ডিত-সহ ভোটের কাজে যুক্ত কয়েক জন অফিসারের বিরুদ্ধে কারচুপির মামলা করেছিল সিপিএম। বুধবার বিডিও এবং এসডিও-দের তলব করেছেন হাই কোর্টের বিচারপতি অমৃতা সিংহ। তার আগেই বিডিও-কে বদলি করা হয়েছে। বদলি হয়েছেন রানিবাঁধের বিডিও কৌশিক মাইতি এবং সোনামুখীর বিডিও দেবলীনা সর্দারও। কৌশিকের বিরুদ্ধে ভোটের সময় নানা গড়িমসির অভিযোগ তুলেছিলেন বিরোধীরা।

পূর্ব মেদিনীপুরে ভগবানপুর ১-এর বিডিও বিশ্বজিৎ মণ্ডল এবং চণ্ডীপুরের বিডিও অনির্বাণ মণ্ডলকে বদলি করা হয়েছে। ভগবানপুর ১ ব্লকে একাধিক বুথে ছাপ্পা ও ব্যালট বাক্স জলে ফেলার অভিযোগ উঠেছিল। দু’টি বুথে ফের ভোটও হয়। তা ছাড়া ব্লক তৃণমূল সভাপতি রবীন মণ্ডলের গোষ্ঠীর সঙ্গে বিডিও-র সংঘাতও ছিল। ঝাড়গ্রাম জেলায় বিনপুর ১-এর বিডিও নবদীপ্তা মণ্ডলও বদলি হয়েছেন।

Advertisement

মালদহের গাজলে ব্যালট বাক্সে কারচুপির মতো একাধিক অভিযোগে বিডিও উষ্ণতা মোক্তানের নাম জড়িয়েছিল। তিনি বদলি হয়েছেন। নদিয়ার শান্তিপুর ব্লকে গণনা কক্ষের সামনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে বিতর্ক বেধেছিল। কিছুক্ষণের জন্য বাহিনী সরিয়েও নেওয়া হয়। শান্তিপুরের বিডিও প্রণয় মুখোপাধ্যায় বদলি হয়েছেন।

উলুবেড়িয়া ১ ব্লকের বহিরা গ্রাম পঞ্চায়েতের সিপিএম প্রার্থী কাশ্মীরা খান হাই কোর্টে অভিযোগ করেছিলেন যে, তাঁর মনোনয়নপত্র বেআইনি ভাবে বাতিল করা হয়েছে। সেই মামলায় বিচারপতি অমৃতা সিংহ উলুবেড়িয়ার মহকুমাশাসক শমীককুমার ঘোষ এবং উলুবেড়িয়া ১ বিডিও নীলাদ্রিশেখর দে-কে সাসপেন্ড করার নির্দেশ দেন। দু’জনকেই আপাতত ছুটিতে পাঠানো হয়েছে বলে হাওড়া জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement