বিক্ষোভকারী প্রার্থীদের সঙ্গে দেখা করবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ফাইল চিত্র।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে চেয়ে তাঁর দফতরের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন টেট প্রার্থীরা। বুধবার সেই বিক্ষোভকারী প্রার্থীদের সঙ্গে দেখা করবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বুধবার দুপুর ২টোয় নিজের দফতর বিকাশ ভবনে কথা বলবেন তিনি। ব্রাত্যের সঙ্গে দেখা করতে যাবে টেট চাকরিপ্রার্থীদের ছ’জনের প্রতিনিধিদল। গত শুক্রবার তাঁদের সময় দেওয়া হয়েছিল। কিন্তু ওই দিন দলীয় বৈঠকের কারণে সময় দিতে পারেননি ব্রাত্য। পরে ফোন করে নতুন করে বুধবার সময় দেওয়া হয়।
২০১৪ সালে টেট পাশ প্রশিক্ষণপ্রাপ্ত চাকরি প্রার্থীদের এক জন অচিন্ত্য সামন্ত। তিনি বলেন, ‘‘প্রায় সাড়ে সাত হাজার প্রার্থী টেট পাশ প্রশিক্ষণপ্রাপ্ত। মুখ্যমন্ত্রী অতীতে নবান্নে একটি সাংবাদিক বৈঠকে ঘোষণা করেছিলেন, আমাদের প্রত্যেকেরই চাকরি হবে। তার পর আমরা শিক্ষা দফতর-সহ বিভিন্ন দফতরে যোগাযোগ করি। তার পরেও কোনও সুরাহা হয়নি। আমরা অভিষেকবাবুর সঙ্গেও দেখা করতে চেয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের তুলে দেয়। এখন শিক্ষামন্ত্রী আমাদের সময় দিয়েছেন। আশা রাখছি, বৈঠকে আমরা আমাদের দাবি জানাতে পারব।’’
এর আগে অভিষেক নিজের দফতরে এসএসসি চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করেন। তার পরেই ক্যামাক স্ট্রিটে অভিষেকের সঙ্গে দেখা করতে চেয়ে তাঁর দফতরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন টেট প্রার্থীর। সেখান থেকে তাঁদের সরিয়ে দেওয়ার পর মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখাচ্ছেন এই টেট প্রার্থীরা। অভিষেকের পর ৮ অগস্ট এসএসসি চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করেছিলেন ব্রাত্যও। আশ্বাস দিয়েছিলেন, ‘‘আমি এসএসসিকে বলব, যত দ্রুত সম্ভব পদ তৈরি করা যায়, সে দিকে নজর দিতে। তবে গোটা প্রক্রিয়া হবে আইন মেনে।’’ ব্রাত্যের ওই আশ্বাসের কথা মাথায় রেখে এখন আশায় টেট প্রার্থীরাও।