ED Raids

বিদ্যালয়ে নিয়োগ দুর্নীতির তদন্তে তিন জায়গায় হানা ইডির, তল্লাশি পার্থ-ঘনিষ্ঠ পার্শ্বশিক্ষকের বাড়িতেও

নিউ টাউনের পাথরিয়াঘাটা এলাকায় এক পার্শ্বশিক্ষকের বাড়িতে হানা দিয়েছেন ইডির পাঁচ আধিকারিক। সূত্রের খবর, এই শিক্ষক রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৮ মার্চ ২০২৪ ০৮:৩৫
Share:

চলছে ইডির তল্লাশি। —নিজস্ব চিত্র।

বিদ্যালয়ে নিয়োগ দুর্নীতির তদন্তে ফের সক্রিয় হল ইডি। শুক্রবার সকালে একাধিক দলে বিভক্ত হয়ে শহরের বহু জায়গায় হানা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। এই প্রতিবেদন প্রকাশ হওয়া পর্যন্ত অন্তত তিনটি জায়গায় তল্লাশির খবর পাওয়া গিয়েছে।

Advertisement

নিউ টাউনের পাথরঘাটা এলাকায় আবদুল আমিন নামের এক পার্শ্বশিক্ষকের বাড়িতে হানা দিয়েছেন ইডির পাঁচ আধিকারিক। সূত্রের খবর, এই শিক্ষক রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ।

তল্লাশি চলছে রাজারহাট এলাকার বাসিন্দা এক ব্যক্তির বাড়িতেও। জানা গিয়েছে ওই ব্যক্তি জমি কেনাবেচার ব্যবসায় যুক্ত। এ ছাড়াও নাগেরবাজার এলাকায় এক হিসাবরক্ষকের বাড়িতেও তল্লাশি চলছে।

Advertisement

নাগেরবাজারে যে হিসাবরক্ষকের বাড়িতে ইডি হানা দিয়েছে, স্থানীয় সূত্রে খবর, এলাকায় তাঁর অনেকগুলি ফ্ল্যাট রয়েছে। ইডি সূত্রে খবর, উচ্চ প্রাথমিকে নিয়োগ ‘দুর্নীতি’র তদন্তেই তাদের এই অভিযান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement