জ্যোতিপ্রিয় মল্লিক। — ফাইল চিত্র।
শেখ শাহজাহান ফেরার। তাঁর হদিস পায়নি ইডি। শুধু উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে হানা দিয়ে তাঁর বাড়ি থেকে কিছু নথি এবং অন্য সূত্র থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গিয়েছে বলে দাবি ইডির।
সেই সব নথি ও তথ্যকে সামনে রেখে নতুন করে জেলে গিয়ে আবার রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় (বালু) মল্লিককে জেরা করলেন ইডির তদন্তকারীরা। ১২ ফেব্রুয়ারি শাহজাহানের আগাম জামিনের মামলার শুনানি রয়েছে। ওই দিন শাহজাহান সম্পর্কে কোর্টে আরও কিছু তথ্য জমা দেওয়ার সম্ভাবনা রয়েছে বলেও দাবি করেছেন তদন্তকারীরা।
রেশন বণ্টন দুর্নীতির মামলায় ধৃত রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় এখন প্রেসিডেন্সি জেলে রয়েছেন। কিছু দিন আগে হাসপাতালে ছিলেন। ইডির অভিযোগ, হাসপাতালে থাকাকালীন তিনি মেয়ের হাত দিয়ে একটি চিঠি বা চিরকুট পাঠাতে চান। তা চলে আসে তদন্তকারীদের হাতে। সেখান থেকেই উঠে আসে শাহজাহান এবং মন্ত্রীর অন্য ঘনিষ্ঠ শঙ্কর আঢ্য-র নাম। শঙ্করকে গ্রেফতার করে বহু তথ্য পাওয়া গিয়েছে বলে দাবি ইডির। শাহজাহানের নাগাল পাওয়া যায়নি। তদন্তকারীদের দাবি, শাহজাহান সম্পর্কে আরও বিস্তারিত তথ্য রয়েছে মন্ত্রীর কাছে। জ্যোতিপ্রিয়কে জেরা করার পিছনে সেটাও অন্যতম কারণ বলে ইডি সূত্রের দাবি।