— ফাইল চিত্র।
প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে পঞ্চম সাপ্লিমেন্টারি চার্জশিট দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই চার্জশিটে ইডি দাবি করেছে, এখনও পর্যন্ত এই মামলায় প্রায় ১৫১ কোটি ২৬ লক্ষ টাকা বাজেয়াপ্ত করেছে তারা। এই চার্জশিটে ২৯ জনের নাম রয়েছে। নাম রয়েছে ওএমআরশিট প্রস্তুতকারী সংস্থা এস বসু রায় অ্যান্ড কোম্পানিরও।
শনিবার বিশেষ আদালতে ২৫০ পাতার এই চার্জশিটটি পেশ করেছে ইডি। তাতে প্রায় ১০ হাজার নথি রয়েছে। ইডির চতুর্থ সাপ্লিমেন্টারি চার্জশিটে ২৫ জনের নাম ছিল। পঞ্চম চার্জশিটে আরও ২৯ জনের নাম রয়েছে। ইডির চার্জশিটে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ এবং তাঁর ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের নামও। চার্জশিটে অর্পিতার বাড়ি থেকে ৪৯.৮০ কোটি টাকা নগদ এবং ৫.০৮ কোটি টাকার গয়না উদ্ধারের কথা বলা হয়েছে।
প্রাথমিকে নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় এখনও পর্যন্ত জামিন পেয়েছেন অর্পিতা, তৃণমূলের যুবনেতা কুন্তল ঘোষ, বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য, তৃণমূলের বহিষ্কৃত নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় জামিন পেয়েছেন। পার্থ যদিও ইডির মামলায় এখনও জেলে রয়েছেন। চার্জশিটে অভিযোগ করা হয়েছে, আইন ভেঙে রাজ্যের প্রাথমিক স্কুলে অযোগ্যদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছে।