Cyclone Fengal

ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় মন্ত্রীকে ঘুরতে দেখে কাদা ছুড়লেন স্থানীয়েরা, বিজেপি বলছে ‘হতাশার প্রকাশ’

ঘূর্ণিঝড় ফেনজলের প্রভাবে ভারী বৃষ্টিতে বিধ্বস্ত তামিলনাড়ুর রাজধানী চেন্নাই এবং ১৫টি জেলা। মৃত্যু হয়েছে ১০ জনের। তামিলনাড়ুর মন্দির শহ ভিল্লুপুরমে ধস নেমেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২৪ ২১:৪৭
Share:

ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকায় গিয়ে বিপাকে মন্ত্রী তিরু পেনমুড়ি। ছবি: সংগৃহীত।

তামিলনাড়ুর ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন মন্ত্রী তিরু পেনমুড়ি। তাঁকে লক্ষ্য করে কাদা ছুড়লেন স্থানীয়েরা। ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করে কটাক্ষ করতে ছাড়ল না বিজেপি। দাবি করল, এ ভাবে মানুষের হতাশা প্রকাশিত হচ্ছে। রাজ্যের শাসকদল ডিএমকে যদিও এই নিয়ে মুখ খোলেনি।

Advertisement

ঘূর্ণিঝড় ফেনজলের প্রভাবে ভারী বৃষ্টিতে বিধ্বস্ত তামিলনাড়ুর রাজধানী চেন্নাই এবং ১৫টি জেলা। মৃত্যু হয়েছে ১০ জনের। তামিলনাড়ুর মন্দির শহ ভিল্লুপুরমে ধস নেমেছে। মঙ্গলবার ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী তিরু। তখনই তাঁকে লক্ষ্য করে কাদা ছোড়েন স্থানীয়েরা। বিজেপি নেতা কে আন্নামালাই এই ঘটনার ভিডিয়ো প্রকাশ করে লিখেছেন, ‘‘দুর্নীতিগ্রস্ত মন্ত্রী তিরু পেনমুড়ি বিপর্যস্ত এলাকায় যেতেই মানুষের হতাশা চরম পর্যায়ে পৌঁছয়। তাঁকে কাদা ছোড়া হয়। এটা আসলে ডিএমকের জন্য একটি হুঁশিয়ারি।’’

শনিবার রাতে পুদুচেরির কাছে আছড়ে পড়েছে ফেনজল। তার প্রভাবে ভারী বৃষ্টি হয়েছে পুদুচেরি এবং তামিলনাড়ু উপকূলে। কিছু এলাকায় ধস নেমেছে। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের সঙ্গে ফোনে পরিস্থিতি নিয়ে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধস নেমে মাটি চাপা পড়ে মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে মুখ্যমন্ত্রী। ভিল্লুপুরম, কুড্ডালোর, কাল্লাকুরিচিতে বৃষ্টিতে বিধ্বস্ত পরিবারগুলিকে ২০০০ টাকা ক্ষতিপূরণ দেবে ডিএমকে সরকার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement