E-Shram

ই-শ্রমে পাওনার দাবিতে বিক্ষোভ

ইউনিয়নের নেতা ইন্দ্রজিৎ ঘোষের বক্তব্য, ‘‘আমরা জানিয়ে এসেছি, টাকা ফেরত না দিলে আরও বড় আন্দোলন হবে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২২ ০৬:৩৫
Share:

ই - শ্রম, পোর্টাল ও তথ্যমিত্র কর্মীদের বিক্ষোভ। কলকাতায়। নিজস্ব চিত্র।

ন্যায্য পাওনা আদায়ের দাবিতে পথে নামলেন ই-শ্রম, পোর্টাল এবং তথ্যমিত্র কর্মীরা। তাঁদের অভিযোগ, ই-শ্রম এবং আরও একাধিক পোর্টালে কাজ করার পরে টাকা বাকি। তার পরেও তথ্যমিত্র কর্মীদের ওয়ালেট থেকে টাকা কেটে নেওয়া হয়েছে। এই ‘অন্যায়ে’র প্রতিবাদেই সোমবার মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশনের কাছে তথ্যমিত্র কেন্দ্রের সদর দফতরের সামনে জমায়েত হয়েছিল সিটু অনুমোদিত ‘অল বেঙ্গল সিএসসি ভিএলই ইউনিয়নে’র ডাকে। বিক্ষোভ-সভা থেকে কর্তৃপক্ষের কাছে দাবিপত্র দেওয়া হয়েছে। আন্দোলনকারীদের দাবি, আপাতত টাকা কেটে নেওয়া বন্ধ হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফে। যে ওয়ালেটগুলো ব্লক করা হয়েছিল, সেগুলো খুলেছে। যাঁদের টাকা কাটা হয়েছিল, তাঁদের টাকা ফেরত দেওয়ার দাবিও বিবেচনা করা হবে। ইউনিয়নের নেতা ইন্দ্রজিৎ ঘোষের বক্তব্য, ‘‘আমরা জানিয়ে এসেছি, টাকা ফেরত না দিলে আরও বড় আন্দোলন হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement