ডিওয়াইএফআই নেতৃত্বের দাবি, বাম জমানা অতীত হয়ে গেলেও তার ভাল কাজ মুছে যায়নি। সেই ইতিহাস তাঁরাও সারা দেশের যুব প্রতিনিধিদের স্মরণ করিয়ে দিতে চেয়েছেন।
ডিওয়াইএফআইয়ের সম্মেলন উপলক্ষে বিগত বাম সরকারের ' সাফল্যে'র উপরে প্রদর্শনীর উদ্বোধনে গৌতম দেব
কান্নুরে দলের পার্টি কংগ্রেসের সময়ে কেরলের বাম সরকারের কাজের উপরে প্রদর্শনীর আয়োজন করেছিল সিপিএম। এক মাস পরে কলকাতায় সর্বভারতীয় সম্মেলনকে ঘিরে বাংলার বিগত বাম সরকারের ‘সাফল্যের’ বিষয়ে প্রদর্শনী করল যুব সিপিএম। বিধাননগরে শুক্রবার সেই প্রদর্শনীর উদ্বোধন উপলক্ষে দীর্ঘ দিন পরে প্রকাশ্যে দেখা গেল প্রাক্তন মন্ত্রী গৌতম দেবকে। ঘটনাচক্রে, ১১ বছর আগে এই দিনেই ৩৪ বছরের বাম জমানার অবসান ঘটে, রাজ্যে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়!
পার্টি কংগ্রেসের সময়ে পিনারাই বিজয়নের ‘কেরল মডেল’ গোটা দেশের প্রতিনিধিদের সামনে তুলে ধরতে চেয়েছিল সিপিএম। এখানে? ডিওয়াইএফআই নেতৃত্বের দাবি, বাম জমানা অতীত হয়ে গেলেও তার ভাল কাজ মুছে যায়নি। সেই ইতিহাস তাঁরাও সারা দেশের যুব প্রতিনিধিদের স্মরণ করিয়ে দিতে চেয়েছেন।
বিধাননগরের পূর্বাঞ্চলীয় সংস্কৃতি কেন্দ্রে (যার নাম দেওয়া হয়েছে ‘দিয়েগো মারাদোনা নগর) এ দিন ডিওয়াইএফআইয়ের একাদশ সর্বভারতীয় সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা করেছেন পি শশীকুমার। উদ্বোধনী-পর্বে বক্তা ছিলেন অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান ও অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, যুব সংগঠনের প্রথম সর্বভারতীয় সম্পাদক তথা বর্তমান কৃষক সভার নেতা হান্নান মোল্লা, সিটুর সাধারণ সম্পাদক তপন সেন, মহিলা সমিতির সাধারণ সম্পাদক মারিয়ম ধওয়েলে, এসএফআইয়ের সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাসেরা।
মোদী জমানায় দেশে বেকারত্বের যা হাল হয়েছে, তার প্রেক্ষিতে কর্মসংস্থানের দাবিই যে যুবদের আন্দোলনের প্রধান হাতিয়ার হওয়া উচিত, সেই বার্তাই দিয়েছেন হান্নান, তপনেরা।