Mamata Banerjee

ভিক্টোরিয়ায় ‘জয় শ্রীরাম’ স্লোগানকে সমর্থন দিলীপের, মমতাকে পাল্টা আক্রমণ

রবিবার কৃষ্ণনগরে দলীয় সভায় স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দিলীপ বলেন, ‘‘রাম নাম যে শুনতে পারে না, তার অন্তিম সময় এসে গিয়েছে।’’

Advertisement
কৃষ্ণনগর ও বহরমপুর শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২১ ২০:২৯
Share:

কৃষ্ণনগরে বক্তৃতা দিলীপ ঘোষের। নিজস্ব চিত্র

ভিক্টোরিয়া মেমোরিয়ালে নেতাজি জয়ন্তী পালনের অনুষ্ঠানে কয়েক জন বিজেপি কর্মী-সমর্থকের ‘জয় শ্রীরাম’ স্লোগানকে সমর্থন করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বরং তা নিয়ে ক্ষোভ প্রকাশের জন্য তিনি তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

Advertisement

রবিবার কৃষ্ণনগরে দলীয় সভায় স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দিলীপ বলেন, ‘‘রাম নাম যে শুনতে পারে না, তার অন্তিম সময় এসে গিয়েছে।’’ বিজেপির রাজ্য সভাপতির যুক্তি, ‘‘যাঁরা ‘জয় শ্রী রাম’ স্লোগানকে ভয় পান, তাঁদের রাজনীতি করা উচিত নয়। আমাকে প্রতি দিন রাস্তায় দাঁড়িয়ে কালো পতাকা দেখায়। কিন্তু আমি কোনও দিন তা নিয়ে প্রতিক্রিয়া দিইনি। আমি বলি, তোমাদের এর থেকে বেশি কিছু করার ক্ষমতা নেই। যে মমতা বন্দ্যোপাধ্যায় ‘জয় শ্রী রাম’ বলার জন্য মানুষকে জেলে পাঠিয়েছেন, পুলিশ দিয়ে অত্যাচার করেছেন, গালাগালি দিয়েছেন, তাঁর এটা প্রাপ্য। ওঁরাও তো ‘জয় বাংলা’ বলেন, ‘জয় মা কালী’ও বলেছেন। আপত্তি কিসের?’’

রবিবারই মুর্শিদাবাদ জেলার বহরমপুরের সভা থেকে ওই ইস্যুতে একই সুরে মুখ্যমন্ত্রীকে নিশানা করেন দিলীপ। তিনি বলেন, ‘‘দিদি ‘জয় শ্রীরাম’ ধ্বনি শুনেই রেগে যাচ্ছেন। খেপে লাল হয়ে যাচ্ছেন।’’ শনিবার দেশে ৪টি রাজধানী করার দাবি তুলেছেন মমতা। তা নিয়ে দিলীপের প্রতিক্রিয়া, ‘‘দিদিমণি এখন বলছেন ৪টি রাজধানী দরকার। দিদি বুঝতে পারছেন আর দিল্লি যাওয়ার সুযোগ পাচ্ছেন না। তাই বলছেন চারটে রাজধানী দরকার।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement