Mamata Banerjee

আমন্ত্রণ-কাণ্ড নিয়েও মমতাকে খোঁচা দিলীপের

দিলীপ ঘোষ শুক্রবার মন্তব্য করলেন, মুখ্যমন্ত্রীর ওই অনুষ্ঠানে আমন্ত্রণ আশা করাই উচিত নয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২০ ০৫:২১
Share:

দিলীপ ঘোষ। ছবি পিটিআই।

প্রতিষ্ঠানের শতবর্ষের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল বলে দাবি করেছে বিশ্বভারতী। পক্ষান্তরে, মমতা জানিয়েছেন, তিনি কোনও আমন্ত্রণ পাননি। বিশ্বভারতী এবং মুখ্যমন্ত্রীর এই টানাপড়েনের মাঝখানে ঢুকে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শুক্রবার মন্তব্য করলেন, মুখ্যমন্ত্রীর ওই অনুষ্ঠানে আমন্ত্রণ আশা করাই উচিত নয়। দিলীপবাবুর কথায়, ‘‘মুখ্যমন্ত্রী আমন্ত্রণ আশা করেন কেন? আমরা জনগণের ভোটে জিতে বিধায়ক, সাংসদ হলেও আমাদের কখনও কোনও সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ করা হয়নি। উনি কাউকে সামান্য সম্মানও দেননি। সুতরাং, আজ ওঁর আরও অসম্মান পাওনা আছে!’’ প্রতিক্রিয়ায় তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী তাপস রায় বলেন, ‘‘মুখ্যমন্ত্রীকে বিশ্বভারতী যদি ওই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েই থাকে, তা হলে তার প্রাপ্তিস্বীকারের প্রমাণ দেখাক। আর রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, সুভাষচন্দ্র, অমর্ত্য সেন, অভিজিৎ বিনায়কদের অসম্মান করে তাঁদের বাংলাকে সাভারকরের ভূমিতে পরিণত করতে চাইছেন দিলীপবাবুরা। মনে হয়, শিক্ষা-কৃষ্টি-সংস্কৃতির প্রতিই ওঁদের জাতক্রোধ আছে। তাই বার বার বাঙালি নোবেলজয়ীদের অসম্মান করেন ওঁরা। এত কাণ্ডের পর আর ওঁদের মুখে সম্মান-অসম্মানের তত্ত্ব কেউ শুনবে না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement