প্রতীকী ছবি।
মহিলা রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবিতে এডিজি (সংশোধনাগার) পীযূষ পাণ্ডের সঙ্গে বৈঠক করলেন আইপোয়া, ফেমিনিস্ট অন রেজিস্ট্যান্স-সহ চারটি সংগঠনের প্রতিনিধিরা। তাঁদের অভিযোগ, ওই বন্দিদের অনেকে অসুস্থ থাকলেও তাঁদের চিকিৎসা ঠিকমতো হচ্ছে না। অনেকের বাড়ির লোক অসুস্থ হওয়া সত্ত্বেও তাঁদের দেখা করতে হচ্ছে না। কোনও কোনও বন্দি পড়ুয়া পড়াশোনার সুযোগ পাচ্ছেন না। এই প্রেক্ষিতে সংশ্লিষ্ট বন্দিদের দাবি এডিজি (সংশোধনাগার)কে জানিয়েছেন ওই সংগঠনগুলির প্রতিনিধিরা। পরে তাঁরা জানান, এডিজি (সংশোধনাগার) বেশ কয়েকটি দাবি মেনে নিয়েছেন।