Desun

ডিসান বন্ধই থাকা উচিত, বলল কমিশন

ডিসান-কাণ্ডের পরিপ্রেক্ষিতে বেসরকারি হাসপাতালে কোভিড চিকিৎসার খরচ নির্দিষ্ট করার দাবিও গতি পেয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ অগস্ট ২০২০ ০২:৫৭
Share:

প্রতীকী ছবি।

বেসরকারি হাসপাতালের দোরগোড়ায় পৌঁছেও দু’লক্ষ টাকা অগ্রিম দিতে না পারার জন্য বছর ষাটের বৃদ্ধা লায়লা বিবির মৃত্যুর অভিযোগ উঠেছিল সপ্তাহখানেক আগে। বুধবার স্বাস্থ্য কমিশনের দায়ের করা স্বতঃপ্রণোদিত মামলার শুনানি শেষে চেয়ারম্যান অসীম বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ডিসান আমাদের মতে বন্ধই থাকা উচিত। লাইসেন্স সাসপেন্ড হওয়া উচিত।’’ কিন্তু কোভিড রোগীদের পরিষেবার কথা মাথায় রেখে তা থেকে কমিশন বিরত থেকেছে। তবে এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোনও রোগীর কাছ থেকে চিকিৎসা বাবদ ডিসান কর্তৃপক্ষ আর কোনও প্রকার অগ্রিম নিতে পারবেন না বলে নির্দেশ দিয়েছে কমিশন। পাশাপাশি, ১০ লক্ষ টাকা কমিশনের কাছে ডিসান কর্তৃপক্ষকে জমা রাখতে বলা হয়েছে।

Advertisement

ডিসান-কাণ্ডের পরিপ্রেক্ষিতে বেসরকারি হাসপাতালে কোভিড চিকিৎসার খরচ নির্দিষ্ট করার দাবিও গতি পেয়েছিল। সে বিষয়ে এদিন চেয়ারম্যান বলেন, ‘‘অন্য রাজ্যে করোনা চিকিৎসার খরচ বেঁধে দিলেও এ রাজ্যে তা না হওয়ায় সমালোচনা হচ্ছে। আমরা বিভিন্ন চিন্তাভাবনা করছি। আশা করি, শীঘ্র খুব বড় কিছু শোনাতে পারব।’’

তমলুকের বাসিন্দা লায়লা বিবি (৬০) পার্ক সার্কাসে অবস্থিত এস এস চ্যাটার্জি নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন। কোভিড ধরা পড়ার পরে নার্সিংহোম কর্তৃপক্ষ রোগীকে অন্যত্র স্থানান্তর করার কথা বললে ডিসানে যোগাযোগ করেন আক্রান্তের পরিজনেরা।

Advertisement

স্বাস্থ্য কমিশনের অ্যাডভাইজ়রি অনুযায়ী, কোভিড রোগীর পরিবারের কাছ থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা অগ্রিম নেওয়া যেতে পারে। যা মানেননি ডিসান কর্তৃপক্ষ।
করোনা রোগীকে এক হাসপাতাল থেকে অন্যত্র স্থানান্তরের আগে স্থিতিশীল করে পাঠানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। যার প্রেক্ষিতে প্রশ্ন ওঠে, পার্ক সার্কাসের নার্সিংহোমের ভূমিকা কী ছিল?

ডিসানের পাশাপাশি এস এস চ্যাটার্জি নার্সিংহোমকেও তাদের বক্তব্য প্রসঙ্গে হলফনামা দিতে বলা হয়েছে। চেয়ারম্যানের কথায়, ‘‘শুনানিতে আমরা হাসপাতালের বক্তব্য মানতে পারিনি। তা সত্ত্বেও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হলফনামা দিতে বলা হয়েছে। মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ১০ লক্ষ টাকা জমা রাখতে বলা হয়েছে। যে নার্সিংহোমে রোগী ভর্তি ছিলেন তারাও দায়িত্ব এড়াতে পারে না।’’

আরও পড়ুন: রাজ্যে করোনা সংক্রমণের হারে বাড়ছে উদ্বেগ, স্বস্তি সুস্থতায়

বৃদ্ধার পরিণতি সংবাদমাধ্যমে জানার পরে গত সপ্তাহে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করে কমিশন। এদিন চেয়ারম্যান জানিয়েছেন, অল্প সময়ের মধ্যে ডিসানের বিরুদ্ধে মোট তিনটি অভিযোগ জমা পড়েছিল। তিনটিই আর্থিক লেনদেন সংক্রান্ত।

তমলুকের বৃদ্ধার পরিজনেরা কোনও রকম আর্থিক ক্ষতিপূরণ চাননি। মৃতার পরিজনদের কমিশনের কাছে আর্জি ছিল, আর কোনও রোগীর পরিজনের সঙ্গে যাতে এ ধরনের ঘটনা না ঘটে তা যেন নিশ্চিত করা হয়। মৃতার জামাই সইফুল্লা খান জানান, বৃদ্ধার মৃত্যুর পরে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিলেন, লায়লা দেবীকে হাসপাতালে যখন আনা হয়েছিল তখন কিছু করার ছিল না। কিন্তু এদিন শুনানিতে তাঁরা কমিশনকে জানান, সেই সময় জরুরি বিভাগে আরেকজন রোগী থাকায় বৃদ্ধাকে অ্যাম্বুল্যান্স থেকে নামানো যায়নি। ’’

কমিশনের পর্যবেক্ষণ প্রসঙ্গে ডিসানের ডেপুটি ম্যানেজার তাপস মুখোপাধ্যায় বলেন, ‘‘কমিশনের লিখিত নির্দেশ পাওয়ার পরই এ নিয়ে কিছু বলতে পারব। তবে সকলের মতো আমরাও আইন মেনে চলব।’’

এই মামলার পরবর্তী শুনানি আগামী ২৮ অগস্ট।

(জরুরি ঘোষণা: কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য কয়েকটি বিশেষ হেল্পলাইন চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করলে অ্যাম্বুল্যান্স বা টেলিমেডিসিন সংক্রান্ত পরিষেবা নিয়ে সহায়তা মিলবে। পাশাপাশি থাকছে একটি সার্বিক হেল্পলাইন নম্বরও।

• সার্বিক হেল্পলাইন নম্বর: ১৮০০ ৩১৩ ৪৪৪ ২২২
• টেলিমেডিসিন সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-২৩৫৭৬০০১
• কোভিড-১৯ আক্রান্তদের অ্যাম্বুল্যান্স পরিষেবা সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-৪০৯০২৯২৯)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement