state News

আয়কর-প্রশ্ন যুব লিগের

ফরওয়ার্ড ব্লকের যুব সংগঠনের তরফে ধর্মতলায় বিক্ষোভের পরে প্রিন্সিপাল কমিশনার অফ ইনকাম ট্যাক্স-এর সঙ্গে দেখা করে দাবি করা হয়, এনপিআর-এর কাজে দফতরের কোনও কর্মীকে যুক্ত করা যাবে না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২০ ০১:০৯
Share:

আয়কর ভবনে দাবি জানাতে যুব লিগের প্রতিনিধিরা। —নিজস্ব চিত্র।

নাগরিকত্বের-প্রশ্নে আয়কর ভবনের সামনে বিক্ষোভ দেখাল যুব লিগ। তাদের প্রশ্ন, যাঁদের নাগরিকত্ব নিয়েই প্রশ্ন তোলা হচ্ছে, তাঁরা আয়কর জমা দেবেন কেন? ফরওয়ার্ড ব্লকের যুব সংগঠনের তরফে ধর্মতলায় বিক্ষোভের পরে প্রিন্সিপাল কমিশনার অফ ইনকাম ট্যাক্স-এর সঙ্গে দেখা করে দাবি করা হয়, এনপিআর-এর কাজে দফতরের কোনও কর্মীকে যুক্ত করা যাবে না। অসমে যে ১৯ লক্ষ মানুষ এনআরসি থেকে বাদ পড়েছিলেন, তাঁদের মধ্যে যত মানুষ যত টাকা কর দিয়েছিলেন, তা ফেরত দেওয়ার দাবিও তোলা হয়েছে। যুব লিগের কলকাতা জেলা সম্পাদক সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘কেন্দ্রীয় সরকারের দফতরগুলিতে আমরা বিক্ষোভ কর্মসূচি নেব। কেন্দ্র ও রাজ্য সরকারের সব দফতরে আবেদন জানাব, কর্মচারীরা কেউ যেন এনপিআর এবং এনআরসি-র কাজে যুক্ত না হন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement