ন্যূনতম মজুরি ও অন্যান্য দাবিতে পথে গৃহ-সহায়িকাদের সংগঠন।
কাজের জন্য ন্যূনতম মজুরি, সচিত্র পরিচয়পত্র এবং সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় তাঁদের আনার দাবিতে পথে নামল গৃহ-সহায়িকাদের সংগঠন। বিভিন্ন রাজ্য ইতিমধ্যে গৃহ-সহায়িকাদের ঘন্টা পিছু ন্যূনতম মজুরি নির্ধারণ করেছে। এ রাজ্যের ক্ষেত্রে প্রতি ঘণ্টায় ৭৫ টাকা ন্যূনতম মজুরির দাবি করছে সিটু অনুমোদিত পশ্চিমবঙ্গ গৃহ-সহায়িকা ইউনিয়ন। রাজ্যের শ্রমমন্ত্রী ও শ্রম কমিশনারের কাছে বুধবার ৭ দফা দাবি পেশ করেছেন ইউনিয়নের কার্যকরী সভাপতি ইন্দ্রজিৎ ঘোষ এবং ওয়ার্কিং কমিটির সদস্য অচ্যুৎ চক্রবর্তী। পরে শিয়ালদহ থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল করে ওই সংগঠন। ইউনিয়নের নেতৃত্বের দাবি, সচিত্র পরিচয়পত্র দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন শ্রম কমিশনার। ন্যূনতম মজুরির বিষয়ে সরকার আলোচনা করবে। সংগঠনের নথিভুক্তিকরণের বিষয়টিও বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে বলে ইউনিয়নের দাবি।