Debi Ghosal

Debi Ghosal: তৃণমূল নেতা দেবী ঘোষাল প্রয়াত, ভুগছিলেন বয়সজনিত সমস্যায়

আশির দশকে কংগ্রেসের টিকিটে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ের পর সংসদে পা রাখেন দেবী ঘোষাল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২২ ১৭:০২
Share:

দেবী ঘোষাল। ছবি: সংগৃহীত।

প্রয়াত তৃণমূল নেতা দেবী ঘোষাল। বয়স হয়েছিল ৮৬ বছর। তাঁর পরিবার সূত্রে খবর, দীর্ঘ দিন ধরেই বয়সজনিত সমস্যায় ভুগছিলেন প্রবীণ এই রাজনীতিক। শুক্রবার সকালে নিজের বাড়িতে মারা যান তিনি।

Advertisement

পরিবার জানিয়েছে, শুক্রবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত আড়িয়াদহ স্পোর্টিং ক্লাবে তাঁর মরদেহ শায়িত থাকবে।

আশির দশকে কংগ্রেসের টিকিটে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ের পর সংসদে পা রাখেন এই রাজনীতিক। তবে রাজ্য রাজনীতির পরিচিত নাম দেবী ঘোষাল সম্প্রতি শাসকদল তৃণমূলে যোগদান করেছিলেন।

Advertisement

এককালে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা প্রয়াত সোমেন মিত্রের ঘনিষ্ঠ বলেও রাজনৈতিক মহলে পরিচিত ছিলেন দেবী ঘোষাল। দীর্ঘ দিন কংগ্রেসের উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি ছিলেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement