Dakshineswar Kali Temple

দর্শনের সময় বাড়ালেন দক্ষিণেশ্বর কর্তৃপক্ষ

শনিবার পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠকের পরে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২০ ০১:১৫
Share:

—ফাইল চিত্র।

দক্ষিণেশ্বর মন্দিরে বাড়ানো হল দর্শনের সময়। সকাল ও বিকেল মিলিয়ে আরও চার ঘণ্টা বেশি সময় খোলা থাকবে ভবতারিণী মন্দির। তবে আগামী ১৭ সেপ্টেম্বর, মহালয়ার দিন তর্পণের ভিড় আটকাতে সকালে মন্দির পুরো বন্ধ রাখা হবে।

Advertisement

শনিবার পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠকের পরে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষ। প্রতি বছরই মহালয়ায় লক্ষাধিক মানুষের সমাগম হয় মন্দির চত্বরে। সকালে তর্পণের জন্য ভিড় হত সব থেকে বেশি। করোনা পরিস্থিতিতে সেই ভিড় আটকাতে মন্দির পুরোপুরি বন্ধ রাখার জন্য কর্তৃপক্ষকে চিঠি দেয় পুলিশ। এ দিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, মহালয়ার দিন সকালে মন্দির চত্বরে প্রবেশ পুরোপুরি বন্ধ থাকছে। তবে ওই দিন বিকেল ৩টে থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত পুণ্যার্থীরা মন্দির দর্শনের সুযোগ পাবেন। কিন্তু গঙ্গার ঘাটে যেতে পারবেন না।

লকডাউন-পর্বে দীর্ঘ দিন বন্ধ থাকার পরে গত ১৩ জুন খুলেছিল মন্দির। নতুন নিয়মানুযায়ী সকাল ৭টা থেকে ১০টা এবং বিকেল সাড়ে ৩টে থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত মন্দির খোলা থাকছিল। এ দিনের বৈঠকে সেই সময়ও পাল্টেছে। ম‌ন্দিরের অছি ও সম্পাদক কুশল চৌধুরী জানান, ১৮ সেপ্টেম্বর থেকে প্রতিদিন সকাল সাড়ে ৬টা থেকে বেলা সাড়ে ১২টা এবং বিকেল সাড়ে ৩টে থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত মন্দির খোলা থাকবে। কুশল বলেন, ‘‘দূরত্ব বিধি-সহ সব নিয়ম এক রেখেই ভক্ত ও দর্শনার্থীদের সুবিধার্থে সময় বাড়ানো হল।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement