Travis head

‘তিন মাস মদ ছুঁইনি’, ভারতের বিরুদ্ধে সাফল্যের মন্ত্র ফাঁস হেডের, আবার ফিরবেন পুরনো মেজাজে

বর্ডার-গাওস্কর সিরিজ়ে অস্ট্রেলিয়ার জয়ের নেপথ্যে বড় ভূমিকা তাঁর। সিরিজ়ে সবচেয়ে বেশি রান করেছেন ট্রেভিস হেড। ভারতের বিরুদ্ধে সাফল্যের মন্ত্র ফাঁস করেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫ ১৬:৫৫
Share:

ট্রেভিস হেড। —ফাইল চিত্র।

ভারতের নেমেসিস তিনি। বার বার ভারতকে হারিয়েছে তাঁর ব্যাট। ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শতরান করেছেন। সেই বছর এক দিনের বিশ্বকাপের ফাইনালেও ভারতকে হারিয়েছে ট্রেভিস হেডের শতরান। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে রান না পেলেও আবার ভারতের বিরুদ্ধে ভাল খেলেছেন তিনি। বর্ডার-গাওস্কর সিরিজ়েও অস্ট্রেলিয়ার জয়ের নেপথ্যে বড় ভূমিকা রয়েছে তাঁর। সিরিজ়ে সবচেয়ে বেশি রান করেছেন তিনি। ভারতের বিরুদ্ধে সাফল্যের মন্ত্র ফাঁস করেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার।

Advertisement

হেড জানিয়েছেন, আগে প্রতি দিন অল্প হলেও মদ্যপানের অভ্যাস ছিল তাঁর। সেই অভ্যাস বদলেছেন তিনি। হেড বলেন, “তিন মাস মদ ছুঁইনি। নিজেকে নিয়ন্ত্রণ করেছিলাম। পুরো মনঃসংযোগ ক্রিকেটের উপর দিয়েছি। খেলা ছাড়া আর কিছু ভাবিনি। তারই ফল পেয়েছি। অনেক বেশি ফুরফুরে থেকেছি। ফিটনেসও বেড়েছে। খেলা উপভোগ করেছি।”

ভারতকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। তবে তার আগে শ্রীলঙ্কার মাটিতে তাদের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজ় খেলবে তারা। সেই সিরিজ়ের আগে আবার পুরনো মেজাজে ফিরতে পারেন হেড। তিনি বলেন, “জানি না কী করব। শ্রীলঙ্কা যাওয়ার আগে ১২ দিন ছুটি পাব। আবার একটু মদ্যপান করব। ভারতের বিরুদ্ধে পাঁচ টেস্টের পর ক্লান্ত হয়ে পড়েছি। সেই ক্লান্তিও দূর করতে হবে। আবার খেলায় ফেরার আগে তাই একটু মজা করব।”

Advertisement

বর্ডার-গাওস্কর সিরিজ়ে ন’টি ইনিংসে মোট ৪৪৮ রান করেছেন হেড। ৫৬ গড় ও ৯২.৫৬ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। দু’টি শতরান ও একটি অর্ধশতরান করেছেন এই বাঁহাতি ব্যাটার। তাঁর এই পরিসংখ্যান বুঝিয়ে দিচ্ছে, কতটা দাপট দেখিয়ে ব্যাট করেছেন তিনি। এই ফর্মের হেডকে আগামী দিনেও চাইছে অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার মাটিতে স্পিনার হিসাবেও বড় দায়িত্ব থাকবে তাঁর। তার আগে মেজাজ একটু ফুরফুরে করে নিতে চাইছেন অসি ক্রিকেটার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement