ভ্যারিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টার। ছবি: সংগৃহীত।
কেন্দ্রের পরমাণু শক্তি বিষয়ক দফতরে কর্মখালি। কলকাতার ভ্যারিয়েবল এনার্জি সাইক্লোট্রন সেন্টারে রিসার্চ অ্যাসোসিয়েট প্রয়োজন। তাঁদের এক থেকে সর্বাধিক তিন বছরের চুক্তিতে কাজ করতে হবে। শূন্যপদ সাত।
নিযুক্তদের ফিজ়িক্যাল সায়েন্সেস এবং ইঞ্জিনিয়ারিং সায়েন্সেস শাখায় গবেষণামূলক কাজ করতে হবে। এ ক্ষেত্রে পদার্থবিদ্যা, ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি সম্পূর্ণ করেছেন, এমন ব্যক্তিরা উল্লিখিত কাজের জন্য আবেদনের সুযোগ পাবেন।
সংশ্লিষ্ট পদে নিযুক্তেরা ফেলোশিপ হিসাবে প্রতি মাসে ৫৮ হাজার টাকা থেকে শুরু করে ৬৭ হাজার টাকা পর্যন্ত পাবেন। তাঁদের এক থেকে তিন বছরের চুক্তিতে কাজ করতে হবে। কাজের ক্ষেত্রে যে বিষয়গুলি থাকবে, তার একটি তালিকা প্রতিষ্ঠানের তরফে প্রকাশ করা হয়েছে। সেখানে রয়েছে এক্সপেরিমেন্টাল নিউক্লিয়ার ফিজ়িক্স, অ্যাক্সেলারেটর ফিজ়িক্স, আওন বিম বেসড মেটিরিয়াল সায়েন্স/অ্যাটমিক ফিজ়িক্স, লেজ়ার ফিজ়িক্স/হাই প্রেশার ফিজ়িক্স-এর মত মোট ন’টি বিষয়।
ইন্টারভিউয়ের মাধ্যমে রিসার্চ অ্যাসোসিয়েট পদের জন্য কর্মীদের বেছে নেওয়া হবে। এর জন্য ইমেল মারফত আগ্রহীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ দিন ১৫ জানুয়ারি। ইন্টারভিউয়ের সম্ভাব্য তারিখ ১৭ ফেব্রুয়ারি। কাজ শুরু হবে ১ এপ্রিল। আরও জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।