এসে পৌঁছেছে রাজ্যপালের কনভয়। -নিজস্ব ছবি।
আর কিছু ক্ষণের মধ্যে শুরু হতে চলেছে মোদী-মমতা-ধনখড়ের বৈঠক। দুপুর ২টো নাগাদ এই বৈঠক শুরু হওয়ার কথা পশ্চিম মেদিনীপুরের কলাইকুন্ডা এয়ারবেশ চত্বরে। ইতিমধ্যে সেখানে এসে পৌঁছেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
সূত্রের খবর, ইয়াসে ওড়িশা এবং পশ্চিমবঙ্গের ক্ষতিগ্রস্ত এলাকা আকাশ পথে ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে তিনি সফর শুরু করেছেন ওড়িশায়। দুপুর ২টো নাগাদ কলাইকুন্ডায় পৌঁছনোর কথা তাঁর। সেখানে রাজ্যপাল তাঁকে স্বাগত জানাবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও নির্ধারিত সময়েই পৌঁছনোর কথা।