Cyclone Jawad

Cyclone Jawad: ‘জওয়াদ’ বাংলায় না আছড়ালেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই কলকাতা থেকে দিঘার

রবিবার দুপুরে পুরী পৌঁছনোর পর ‘জওয়াদ’ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে বাংলার উপকূলে ঢুকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১ ১৮:৫৩
Share:

শনিবার রাত থেকেই বৃষ্টি বাড়বে কলকাতায়

বাংলার উপকূলে ঘূর্ণিঝড় ‘জওয়াদ’-এর আছড়ে পড়ার বিশেষ সম্ভাবনা নেই। কিন্তু শনিবার রাত থেকেই বৃষ্টি বাড়বে কলকাতায়। রবিবার সন্ধ্যা পর্যন্ত একই আবহাওয়াই থাকবে মহানগরে। শনিবার সন্ধ্যার এমনটাই জানাল আলিপুর আবহওয়া দফতর।

সেই সঙ্গে হাওয়া অফিস জানাল, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

Advertisement

বর্তমানে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘জওয়াদ’। রবিবার দুপুরে তা পুরীর উপকূলে পৌঁছে শক্তি হারাতে শুরু করবে। এর পর ওই ঘূর্ণিঝড় অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ধীরে ধীরে বাংলার উপকূলে ঢুকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, এর প্রভাবে রবিবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দুই ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের এক-দু’জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এই সব জায়গায় বাতাসের গতিবেগ থাকবে প্রতি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার। কোথাও কোথাও তা বেড়ে প্রতি ঘণ্টায় ৫০ কিলোমিটারও হতে পারে। ভারী বৃষ্টি হবে হাওড়া, হুগলি, বীরভূম, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমানে।

Advertisement

সোমবারও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, নদিয়া এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায়।

হাওয়া অফিস জানিয়েছে, শনিবার বিকেল থেকেই রাজ্যের উপকূলবর্তী এলাকাগুলিতে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩৫-৪৫ কিলোমিটার থাকবে। সেই রকমই থাকবে রবিবার সন্ধ্যা পর্যন্ত। তার পর থেকে কমতে থাকবে গতিবেগ।

‘জওয়াদ’ রাজ্যের উপকূলে আছড়ে না পড়লেও রবিবার পর্যন্ত উপকূলে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement