CPM

পঞ্চায়েত ভোটের কাহিনি শুনতে এ বার বাড়ি বাড়ি যাবে সিপিএম

আলিমুদ্দিন স্ট্রিটে দু’দিনের রাজ্য কমিটির বৈঠকে পঞ্চায়েত ভোটের প্রাথমিক পর্যালোচনা হয়েছে। বৈঠকে বুধবার জবাবি ভাষণে বাড়ি বাড়ি যাওয়ার কর্মসূচি ঘোষণা করেছেন দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ জুলাই ২০২৩ ০৮:১০
Share:

পঞ্চায়েতে ভোট ‘লুট’ ও গণনায় ‘কারচুপি’র প্রতিবাদে বামফ্রন্টের মিছিল। —নিজস্ব চিত্র।

পঞ্চায়েত ভোটে লড়তে গিয়ে আক্রান্ত বা নির্যাতনের শিকার হওয়া দলের প্রার্থী, এজেন্ট এবং স্থানীয় মানুষের বাড়ি বাড়ি পৌঁছনোর ডাক দিল সিপিএম। এলাকা এবং বাড়ি বাড়ি ঘুরে পাওয়া তথ্য নিয়ে দলের পঞ্চায়েত পর্যালোচনা সম্পূর্ণ করবে তারা। যা কাজে লাগানো হবে লোকসভা নির্বাচনের প্রস্তুতিতে। রাজনৈতিক শিবিরের একাংশের ব্যাখ্যা, রাজ্য কমিটি থেকে এই কর্মসূচি নিয়ে বাংলায় তাদের তৃণমূল কংগ্রেস-বিরোধী অবস্থানই আরও স্পষ্ট করে দিতে চাইছে। কারণ, পঞ্চায়েতে হামলা বা জালিয়াতির অভিযোগ বেশির ভাগ ক্ষেত্রেই শাসক তৃণমূলের বিরুদ্ধে।

Advertisement

আলিমুদ্দিন স্ট্রিটে দু’দিনের রাজ্য কমিটির বৈঠকে পঞ্চায়েত ভোটের প্রাথমিক পর্যালোচনা হয়েছে। বৈঠকে বুধবার জবাবি ভাষণে বাড়ি বাড়ি যাওয়ার কর্মসূচি ঘোষণা করেছেন দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। পরেও তিনি বলেছেন, ‘‘আমরা ‘মিট দ্য ফ্যামিলি' কর্মসূচি নিচ্ছি। পঞ্চায়েত নির্বাচনে যাঁরা আক্রান্ত, যাঁরা প্রার্থী হয়েছিলেন, যাঁরা জিতেছেন বা হেরেছেন, যাঁদের জোর করে হারিয়ে দেওয়া হয়েছে, এমন সকলকে সঙ্গে নিয়েই আমরা বাড়ি বাড়ি যাব। তাঁদের কাছে জানতে চাওয়া হবে পঞ্চায়েত নির্বাচনের অভিজ্ঞতা।’’ ওই কর্মসূচি থেকে প্রাপ্ত তথ্য পরবর্তী রাজ্য কমিটিতে পর্যালোচনা হবে। দলীয় সূত্রের ব্যাখ্যা, পঞ্চায়েতে আক্রান্তদের কাছে গেলে রাজনৈতিক আলোচনায় বিরোধী জোটে তৃণমূলের সঙ্গে একমঞ্চে সিপিএমের বসার প্রসঙ্গ উঠতে পারে। তখন দলের অবস্থান স্পষ্ট করে ব্যাখ্যা করে দেওয়ার সুযোগও পাবেন নেতারা।

রাজ্য কমিটির বৈঠকের পরেই এ দিন বামফ্রন্টের ডাকে গোলপার্ক থেকে হাজরা পর্যন্ত মিছিল হয়েছে। রাস্তায় নেমে পঞ্চায়েতে ভোট লুট ও জালিয়াতির অভিযোগ তুলে রাজ্যে তৃণমূলকে হটানোর ডাকই দিয়েছেন বাম নেতা-কর্মীরা। মিছিলে ভিড় ছিল চোখে পড়ার মতো। মিছিলে ছিলেন সেলিম, সুজন চক্রবর্তী, কল্লোল মজুমদার, সিপিআইয়ের প্রবীর দেব, অভিনেতা দেবদূত ঘোষ প্রমুখ। পঞ্চায়েত-প্রতিবাদের পাশাপাশিই সেলিম বলেন, ‘‘মণিপুরে অকথ্য নির্যাতনের প্রতিবাদ জানাচ্ছি আমরা। এ রাজ্যে তৃণমূলের শাসনে নারীদের নিরাপত্তা যে ভাবে তলানিতে গিয়ে ঠেকেছে, তার বিরুদ্ধেও এইপ্রতিবাদ মিছিল।’’

Advertisement

এর পাশাপাশি সিপিএমের রাজ্য সম্পাদক বলেছেন, ‘‘দেশ বাঁচানোর লড়াইয়ের লক্ষ্যে ‘ইন্ডিয়া’ জোট যে প্রস্তাব নিয়েছে, সেখানে দেশেরজন্য যে যে বিপদের কথা বলা রয়েছে, আমাদের বাংলার জন্যও তাখাটে। তাই বিজেপি এবং তৃণমূল, দু’দলের বিরুদ্ধেই লড়াই করবে সিপিএম।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement