CPM

‘ভুয়ো’ ভোটারের তালিকা নিয়ে কমিশনে সিপিএমে

গোটা কলকাতার জুড়ে ছড়িয়ে থাকা ২৬ হাজার ৭৭৩ জন মৃত ভোটার এবং ৭ হাজার ৪০১ জন স্থানান্তরিত ভোটারের তালিকা সোমবার তুলে দেওয়া হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২২ ০৭:২১
Share:

নির্বাচন কমিশনের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরে ‘ভুয়ো’ ভোটারের তালিকা নিয়ে সিপিএম নেতারা। নিজস্ব চিত্র।

তাড়া তাড়া কাগজ হাতে নির্বাচন কমিশনের দফতরে গিয়ে ‘ভুয়ো’ ভোটারদের নামের তালিকা জমা দিয়ে এল সিপিএম! গোটা কলকাতার জুড়ে ছড়িয়ে থাকা ২৬ হাজার ৭৭৩ জন মৃত ভোটার এবং ৭ হাজার ৪০১ জন স্থানান্তরিত ভোটারের তালিকা সোমবার তুলে দেওয়া হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরে। কলকাতা জেলা সিপিএমের তরফে কল্লোল মজুমদার, সুব্রত দত্ত, ইন্দ্রজিৎ ঘোষ, মতি ঘোষ, সৌমিত্র চক্রবর্তীরা গিয়েছিলেন ‘ভুয়ো’ ও ‘ভূতুড়ে’ ভোটারের তালিকা নিয়ে। তাঁদের বক্তব্য, শুধু ৯১৩টি বুথের মৃত ও স্থানান্তরিত ভোটারদের তালিকা দিয়ে আসা হয়েছে কমিশনে। চার বছর ধরে এলাকায় থাকেন না, এমন ভোটারদের নাম রয়েছে ওই তালিকায়। নির্বাচনী আধিকারিকদের বারবার বলা সত্ত্বেও ওই সব নাম সরানোর ব্যবস্থা হয়নি। কলকাতায় মোট বুথের সংখ্যা ৪ হাজার ৩০০। ফলে, সব বুথ ধরলে তালিকাও দীর্ঘ হবে। সিপিএমের কলকাতা জেলা সম্পাদক কল্লোলবাবুর দাবি, ‘‘শুধু টাকার পাহাড় নয়, রাজ্যে ভুয়ো ভোটারেরও পাহাড় রয়েছে! আমরা সিইও-র দফতরে যা দিয়েছি, সেটা হিমশৈলের চূড়া মাত্র! এই রকম বহু নাম বাদ দেওয়ার ক্ষেত্রে এলাকার শাসক দলের নেতারা সমস্যা তৈরি করেন আর ভোটের দিন মৃত ব্যক্তিরা এসে ভোট দিয়ে যান!’’ তিনি দাবি করেছেন, ‘ভুয়ো’ ভোটারের খোঁজ চালু আছে এবং ভবিষ্যতে আবার তালিকা দেওয়া হবে। কমিশন সূত্রে তাঁদের বলা হয়েছে, অভিযোগ খতিয়ে দেখা হবে। তৃণমূল কংগ্রেসের নেতা তাপস রায় অবশ্য বলেন, ‘‘ভুয়ো ভোটার ব্যাপারটা চালুই হয়েছিল সিপিএম আমলে! ভুয়ো বা ভূতুড়ে ভোটার বাদ দেওয়া হোক। তবে তা যেন পদ্ধতি মেনে হয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement