রাখি বন্ধনের দিন স্মরণে সম্প্রীতি যাত্রা। নিজস্ব চিত্র।
ব্রিটিশের বঙ্গভঙ্গের পরিকল্পনার প্রতিবাদে ১৯০৫ সালের ১৬ অক্টোবর রাখি নিয়ে ঐক্য ও সম্প্রীতির পদযাত্রা হয়েছিল। পথিকৃৎ ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। সেই দিন মনে রেখে বর্তমান পরিস্থিতিতে বিভাজনের প্রতিবাদ এবং সম্প্রীতির বার্তা দিতে মৈত্রী যাত্রা করল বামেরা। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি থেকে নাখোদা মসজিদ পর্যন্ত সেই পুরনো পথেই রবিবার পদযাত্রায় ছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও কলকাতা সিপিএমের নেতারা। খিদিরপুরেও এই উপলক্ষে সম্প্রীতি সভায় ছিলেন সেলিম। পথের দু’ধারে মানুষজনকে রাখি পরানো হয়। শামিল হয়েছিলেন সিপিএমের গণ-সংগঠনের নেতা-কর্মীরাও। সেলিম বলেন, ‘‘ধর্মের দোহাই দিয়ে বিভাজনের রাজনীতির কারবারিরা যখন ইতিহাসকে বিকৃত করছে, তখন আমরা যেন ইতিহাস বিস্মৃত না হই।’’