Rabin Mondal

প্রয়াত হলেন সিপিএম নেতা রবীন মণ্ডল

প্রয়াত হলেন সিপিএম নেতা রবীন মণ্ডল। মঙ্গলবার সকালে বাগুইআটির বাসভবনে মারা যান তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মে ২০২১ ২৩:১৮
Share:

রবীন মণ্ডল।

প্রয়াত হলেন সিপিএম নেতা রবীন মণ্ডল। মঙ্গলবার সকালে বাগুইআটির বাসভবনে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। উত্তর ২৪ পরগনা জেলা সিপিএমের প্রভাবশালী নেতাদের মধ্যে অন্যতম ছিলেন রবীন। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। সেই ক্যানসারে আক্রান্ত হয়ে নিজের বাড়িতেই মৃত্যু হল তাঁর।

Advertisement

১৯৬৯ সালে প্রথমবার রাজারহাট কেন্দ্র থেকে বিধায়ক হন। কিন্তু ৭১ ও ৭২ সালে ভোটে দাঁড়িয়ে পরাজিত হন। কিন্তু ১৯৭৭–১৯৯৬ সাল পর্যন্ত ৫ বার নিরবিচ্ছিনভাবে রাজারহাট কেন্দ্রের বিধায়ক ছিলেন রবীন। ১৯৯৬-২০০১ সালে বিধানসভায় বামফ্রন্টের মুখ্যসচেতক হয়েছিলেন তিনি। ২০০১ সালে তৃণমূলের তন্ময় মণ্ডলের কাছে পরাজিত হন। কিন্তু ২০০৬ সালে আবারও জিতে বিধানসভায় ফেরেন। কিন্তু ২০১১ সালে নবগঠিত রাজারহাট গোপালপুর বিধানসভায় পূর্ণেন্দু বসুর কাছে পরাজিত হন। সেই থেকেই সক্রিয় রাজনীতি থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন রবীন। এই সময়েই ক্যানসারে আক্রান্ত হন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement