Saira halim

Ballygunge: বাবুলের মন্তব্য ‘নারীবিদ্বেষী’, তৃণমূল বিধায়ককে পাল্টা আক্রমণ সায়রার

রবিবার বালিগঞ্জে মিছিল করে সিপিএম। সেখানে নাম না করে বাবুলকে তোপ দেগে সায়রা বলেন, ‘‘উনি যা খুশি বলুন। কার ‘ক্লাস’ নেই, সবার জানা আছে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০২২ ১৯:৫৮
Share:

বালিগঞ্জের বামপ্রার্থী সায়রা হালিম এবং তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়। ফাইল চিত্র।

তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়র মন্তব্যকে ‘নারীবিদ্বেষী’ বলে কটাক্ষ করলেন বালিগঞ্জের সিপিএম প্রার্থী সায়রা হালিম। রবিবার সায়রা বলেন, ‘‘ওঁর ভাষা নিয়ে কিছু বলার নেই। ওই মন্তব্য খুবই নারীবিদ্বেষী।’’ তিনি আরও বলেন, ‘‘এই সময় ওঁর মহানুভব হওয়া উচিত ছিল। কিন্তু তিনি খুবই অহংকার দেখালেন।’’

Advertisement

বালিগঞ্জ উপনির্বাচনে তৃণমূলের টিকিটে জয়ী হয়েছেন বাবুল। তাঁর জয়ের ব্যবধান কম হয়েছে বলে কটাক্ষ করেন বিরোধীরা। পাল্টা বিরোধীদের আক্রমণ করেন বাবুল। শনিবার বাম প্রার্থী সায়রাকে ‘লজ্জাহীন’ বলে নিশানা করে টুইট করেন তিনি। তাঁর মন্তব্য, ‘সিপিএম তাদের মিথ্যা এবং প্রতারণাপূর্ণ নোংরা ভোট প্রচারেই শুধু থেমে থাকেনি। আর সায়রা হালিমের কোনও ‘ক্লাস’ নেই। তিনি লজ্জা পেতেও ভুলে গিয়েছেন।’ রবিবার তারই জবাব দিলেন সায়রা।

বিজেপিকে ছাড়িয়ে বামেরা দ্বিতীয় স্থান পাওয়ায় রবিবার বালিগঞ্জ এলাকায় একটি মিছিল করা হয়। সেখানেই সায়রা বাবুলের নাম না করে বলেন, ‘‘উনি যা খুশি বলুন। কার ‘ক্লাস’ নেই, সবার জানা আছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement