জঙ্গিপুর মহকুমা হাসপাতাল। ফাইল চিত্র।
দেশের অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৮ হাজার ছাড়িয়ে গিয়েছে। জেলার অবস্থাও উদ্বেগজনক। জঙ্গিপুর মহকুমা হাসপাতালের ২৯ জন কর্মী করোনা আক্রান্ত বলে খবর। তার মধ্যে সুপার, চিকিৎসক, নার্স সবাই রয়েছেন।
সূত্রের খবর, জঙ্গিপুর মহকুমা হাসপাতালের সুপার সায়ন দাস, সহকারী সুপার সৌরভ দাস, ৪ জন চিকিৎসক ও নার্স এবং গ্রুপ ডি কর্মীরা কোভিড আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্যকর্মীরা কোভিড ভ্যাকসিন নেওয়ার পরেও আক্রান্ত হয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। এ দিকে মুর্শিদাবাদ জেলায় আক্রান্তের সংখ্যা বাড়লেও কোনও কোভিড হাসপাতালে বেড নেই বলেই খবর।
এত বেশি সংখ্যক কর্মী আক্রান্ত হওয়ায় হাসপাতালের পরিষেবা ব্যাহত হচ্ছে বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে সুপার বলেন, ‘‘আক্রান্তের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। আমরা সব রকমের চেষ্টা করছি। কিন্তু অনেক কর্মী আক্রান্ত হওয়ায় পরিষেবা দিতেও সমস্যা হচ্ছে। ভ্যাকসিন কম রয়েছে। যা রয়েছে, সেটা দিয়েই কাজ চালাচ্ছি আমরা।’’
ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়ে জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রের আরএসপি প্রার্থী প্রদীপ নন্দী ও সামশেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হকের মৃত্যু হয়েছে। মুর্শিদাবাদে এ ভাবে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় চিন্তা বেড়েছে জেলা স্বাস্থ্য দফতরের।