Coronavirus in West Bengal

করোনা পরীক্ষার লাইনে সামাজিক দূরত্ব না মানার অভিযোগ দেগঙ্গার হাসপাতালে

বিশ্বনাথপুর হাসপাতালের পরিস্থিতি দেখে সচেতন নাগরিকদের অনেকেই আতঙ্কিত হয়ে পরীক্ষা না করিয়েই ফিরে যাচ্ছেন বলে অভিযোগ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বারাসত শেষ আপডেট: ০৮ মে ২০২১ ১৭:০২
Share:

করোনা পরীক্ষার লাইনে নেই সামাজিক দূরত্ব। নিজস্ব চিত্র।

হাসপাতালে করোনা পরীক্ষা করাতে এসে লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন বহু মানুষ। চলছে, ঠেলাঠেলি গুঁতোগুঁতি। সামাজিক দূরত্ব শিকেয় উঠেছে। আর এমন পরিস্থিতি দেখে সচেতন নাগরিকদের অনেকেই আতঙ্কিত হয়ে পরীক্ষা না করিয়েই ফিরে যাচ্ছেন বলে অভিযোগ।

Advertisement

উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় গত কয়েক দিন ধরেই এমন চলছে বলে অভিযোগ। সেখানকার বিশ্বনাথপুর হাসপাতালে করোনা পরীক্ষা করা হয় প্রতিদিন। কিন্তু ওই সরকারি হাসপাতালে সামাজিক দূরত্ব শিকেয় উঠেছে বলে অভিযোগ। দিনভর শতাধিক মানুষ লাইনে গা-ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে রয়েছেন। সামাজিক দূরত্ব না থাকার জন্য সরকারি শ্লথতাকে দুষেছেন অনেকেই। যাঁরা করোনা পরীক্ষা করাতে এসেছেন তাঁদের অনেকেরই দাবি, ভোরবেলা থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও পরীক্ষা করাতে পারেননি।

সামাজিক দূরত্ব বজায় রাখার উদ্দেশ্যে বিশ্বনাথপুর হাসপাতালে একের পর এক ইট দিয়ে লাইন শুরু হয়। কিন্তু অভিযোগ, বেলা যত গড়াতে থাকে যে যাঁর মত এসে লাইনে দাঁড়িয়ে পড়েন। ইটের দূরত্ব বজায় রাখার ক্ষেত্রে কোনও গুরুত্ব দেওয়া হয় না। এই নিয়ে হয় ঠেলাঠেলি ও গুঁতোগুঁতি। অনেকেরই অভিযোগ, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য প্রশাসনের দেখা মেলে না। হাসপাতালের চিকিৎসক ও কর্মীর সংখ্যাও কম হওয়ায় নমুনা সংগ্রহের কাজ ধীর গতিতে চলছে। সচেতন নাগরিকদের অনেকেই আতঙ্কিত হয়ে অনেকেই ফিরে যাচ্ছেন বাড়িতে। এই অভিযোগের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement