Saif Ali Khan

এখনও শুকোয়নি ঘাড়ের ক্ষত! বড় ছেলে ইব্রাহিমের সঙ্গে প্রকাশ্যে সইফের ছবি

ইতিমধ্যেই বান্দার সৎগুরু শরণ আবাসনের নিরাপত্তা বাড়ানো হয়েছে। সইফ-করিনার ফ্ল্যাটের বারান্দা ঘিরে দেওয়া হয়েছে লোহার জালে। সেখানেও ছবিশিকারিদের ঘোরাঘুরির বিষয়ে নিষেধাজ্ঞা জারি হতে চলেছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫ ১২:৪০
Share:
Image of Saif ali khan and Ibrahim Ali Khan

পোশাকশিল্পীর সঙ্গে সইফ আলি খান ও ইব্রাহিম আলি খান। ছবি: সংগৃহীত।

পরিবারের ব়়ড় ছেলে হিসাবে পা রাখতে চলেছেন বলিউডে। যদিও পর্দায় দেখা দেওয়ার আগেই তিনি জনপ্রিয়, তা সে চর্চিত প্রেমিকার সঙ্গে ছুটি কাটানোর ছবিতেই হোক বা রাস্তার ধারে ছবিশিকারিদের সঙ্গে মেতে ওঠা মশকরায়। তিনি পটৌদী পরিবারের পরবর্তী প্রজন্ম— ইব্রাহিম আলি খান। বুধবার স্বয়ং কর্ণ জোহর ঘোষণা করে দিয়েছেন, বলিউডে অভিষেক হতে চলেছে ইব্রাহিমের। আর সেই উপলক্ষেই কি এ বার ছেলের সঙ্গে ছবি প্রকাশ্যে এল সইফ আলি খানের! সপ্তাহ দুয়েক আগে তাঁর উপর ঘটেছে ছুরি হামলার ঘটনা। তার পর থেকে তাঁকে একাধিক বার দেখা গিয়েছে। কিন্তু নিজে কখনও ক্যামেরায় তাকাননি। এ বার সমাজমাধ্যমে দেখা গেল সইফকে। ছেলের সঙ্গে। ডান ঘাড়ে এখনও লাগানো ব্যান্ডেজ।

Advertisement

পোশাকশিল্পী দাবি বেনস গিল বুধবার একটি ছবি ভাগ করে নেন তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে। সেখানেই পোশাক শিল্পীকে দেখা গিয়েছে সইফ ও ইব্রাহিমের মাঝে। নিজের বাড়ির বইয়ের আলমারির সামনে দাঁড়িয়ে হাসিমুখে ছবি তুলেছেন সইফ, পরনে সাদা ঢোলা পাজামা, আর নীল টি-শার্ট, হাতে রোদচশমা। দাবি লিখেছেন, “খানেদের সঙ্গে মধ্যাহ্নভোজনের পর ধরা পড়লাম।” এই পোস্টের নীচে অনুসরণকারীই লিখেছেন, “ঈশ্বরকে ধন্যবাদ সইফ ভাল আছেন।”

ইতিমধ্যেই সইফ আলি খান ও করিনা কপূর খানের তরফে ছবিশিকারিদের অনুরোধ করা হয়েছে, তাঁরা যেন ছোট দুই ছেলে তৈমুর ও জেহ্‌ ছবি তোলার জন্য আর কোনও রকম অনুরোধ না জানান। ইতিমধ্যেই বান্দার সৎগুরু শরণ আবাসনের নিরাপত্তা বা়ড়ানো হয়েছে। সইফ-করিনার ফ্ল্যাটের বারান্দা ঘিরে দেওয়া হয়েছে লোহার জালে। সেখানেও ছবিশিকারিদের ঘোরাঘুরির বিষয়ে নিষেধাজ্ঞা জারি হতে চলেছে।

Advertisement

গত ১৬ জানুয়ারি রক্তাক্ত অবস্থায় সইফকে লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়। দাবি, আগের রাতে কোনও দুষ্কৃতী চুরির উদ্দেশ্যে তাঁদের বাড়িতে ঢুকে পড়ে। লুটে বাধা পেয়েই গৃহকর্তাকে আক্রমণ করে সে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement