Recruitment Scam

ভাল কাজ করছেন, কিন্তু ‘ইয়ে দিল মাঙ্গে মোর’! সিবিআইকে নরমে গরমে বিশেষ পরামর্শ বিচারকের

শুক্রবার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সিবিআইয়ের মামলার শুনানি ছিল আলিপুরের বিশেষ সিবিআই আদালতে। তাপস মণ্ডল, কুন্তল ঘোষ এবং নীলাদ্রি রায়কে আদালতে পেশ করা হয়। সেখানেই এই কথা বলেন বিচারক।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১২ মে ২০২৩ ২৩:০৮
Share:

সিবিআইয়ের কাজের প্রশংসা করলেন বিচারক অর্পণ চট্টোপাধ্যায়। প্রতীকী ছবি।

সিবিআই ভাল কাজ করছে। তবুও মন ভরছে না বিচারকের। শুক্রবার নিয়োগ মামলার শুনানি চলাকালীন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এমনটাই জানাল আদালত। সিবিআইকে বিচারক অর্পণ চট্টোপাধ্যায় বললেন, ‘‘ইয়ে দিল মাঙ্গে মোর!’’ নরম পানীয়ের এক জনপ্রিয় বিজ্ঞাপনের এই স্লোগানের অর্থ, মন আরও বেশি কিছু চায়।

Advertisement

শুক্রবার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সিবিআইয়ের মামলার শুনানি ছিল আলিপুরের বিশেষ সিবিআই আদালতে। তাপস মণ্ডল, কুন্তল ঘোষ এবং নীলাদ্রি রায়কে আদালতে পেশ করা হয়। সিবিআই তাঁদের বিরুদ্ধে কিছু নথি এবং প্রমাণ বিচারককের কাছে জমা দিতেই, তা দেখে বিচারক বলেন, ‘‘এতো দেখছি পর্বতের মূষিক প্রসব। গুড ফর নাথিং!’’

আদালতে এর পর সিবিআইয়ের তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন কুন্তল এবং তাপসের আইনজীবীরাও। কুন্তলের আইনজীবী মেহেদি নওয়াজ বলেন, ‘‘মেনে নিলাম বিরাট কেলেঙ্কারি কিন্তু সিবিআই কি অভিযুক্তদের প্রকাশ্যে আনতে ব্যর্থ হচ্ছে?’’

Advertisement

তাপসের আইনজীবীও জামিনের আবেদন করে যুক্তি দেন, ‘‘সিবিআই দাবি করছে যে একাধিক প্রার্থীর বয়ান থেকে তাপসের টাকার লেনদেন প্রকাশ্যে এসেছে কিন্তু তাপস কাকে টাকা দিয়েছে, তার প্রমাণ কই?’’

জবাবে সিবিআইয়ের আইনজীবী আদালতকে জানান, তদন্ত এখন যে স্তরে আছে সেখানে কে টাকা দিয়েছে কাকে টাকা দিয়েছে সেটাই খতিয়ে দেখা হচ্ছে।

এর পর সিবিআইয়ের আইনজীবী এবং বিচারকের মধ্যে একপ্রস্ত কথোপকথন চলে।

বিচারক- অভিযুক্তদের সামনে আনুন। প্রচুর নথি তুলে আনছেন, এ ব্যাপারে কোনও সন্দেহ নেই...

সিবিআই- বয়ান আছে।

বিচারক- কিন্তু বয়ানের সপক্ষে কী আছে? তদন্তকারী নিশ্চিত ভাবে ভাল কাজ করছেন কিন্তু ইয়ে দিল মাঙ্গে মোর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement