ছবি: পিটিআই।
রাজ্যে গত ৪৮ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৫ জনের। শনিবার স্বাস্থ্য দফতরের বুলেটিনে এমন তথ্যই জানানো হয়েছে। রাজ্যে গত দু’দিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ১২৭ জন। তবে এর মধ্যেও স্বস্তির খবর, গত ৪৮ ঘণ্টায় রোগমুক্ত হয়ে ৬০ জন বাড়িও ফিরে গিয়েছেন।
গত ৩০ এপ্রিল বৃহস্পতিবারের পর আজ, শনিবার বুলেটিন প্রকাশ করল স্বাস্থ্য দফতর। একই সঙ্গে ১ মে এবং ২ মে-র বুলেটিন প্রকাশ করা হয়েছে এ দিন। স্বাস্থ্য ভবনের কর্তাদের একাংশের দাবি, প্রযুক্তিগত সমস্যার জন্য শনিবার কোনও বুলেটিন প্রকাশ করা যায়নি তাঁদের ওয়েবসাইটে। এ দিনের বুলেটিনে এই প্রথম দেখা গেল, গত ২৪ ঘণ্টায় রাজ্যে কত জন মারা গিয়েছে সেই সংক্রান্ত কলম রেখেছে স্বাস্থ্য দফতর।
স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৪৮ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা-আক্রান্ত হয়েছেন ১২৭ জন। ৩০ এপ্রিল স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৫৭২। সেই তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যায় স্বাস্থ্য দফতরের বুলেটিন প্রকাশিত হওয়া পর্যন্ত রাজ্যে চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা ৬২৪ জন। বৃহস্পতিবার মুখ্যসচিব ঘোষণা করেছিলেন, রাজ্যে ১০৫ জন করোনা-আক্রান্তের মৃত্যু হয়েছে। তার মধ্যে ৩৩ জনের মৃত্যু হয়েছে করোনার কারণেই। সেই পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৮। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, অডিট কমিটি আগের মতো প্রতিটি মৃত্যু নিয়ে তদন্ত করবে না। তাই এখন থেকে প্রতি ২৪ ঘণ্টার মৃত্যুর সংখ্যা ঘোষণা করা হবে।
স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, ৩০ এপ্রিল পর্যন্ত রাজ্যে রোগ মুক্ত হয়েছিলেন ১৩৯ জন করোনা-আক্রান্ত। গত ৪৮ ঘণ্টায় আরও ৬০ জন রোগমুক্ত হয়ে বাড়ি ফেরায় সেই সংখ্যা বেড়ে হল ১৯৯। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রবিবার বিকেলেও এম আর বাঙুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ৪১ জন করোনা-মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন।
আরও পড়ুন: এনআরএস হাসপাতালে একসঙ্গে ৮ রোগী করোনায় সংক্রমিত
আরও পড়ুন: বেড়েই চলেছে নতুন আক্রান্তের সংখ্যা, দেশে মৃত্যু বেড়ে ১২২৩
স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত দু’দিনে ৪ হাজার ৪৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে রাজ্যের ১৬টি কোভিড পরীক্ষাকেন্দ্রে। নমুনা পরীক্ষার মোট সংখ্যা ২০ হাজারের গণ্ডি ছাড়িয়ে পৌঁছল ২০ হাজার ৯৭৬টি।
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)