গ্রাফিক: শৌভিক দেবনাথ।
বুধবারের তুলনায় বৃহস্পতিবার রাজ্যে দৈনিক সংক্রমণ কমলেও বাড়ল সংক্রমণের হার। সেই সঙ্গে বাড়ল মৃত্যু এবং কমল দৈনিক সুস্থতার সংখ্যা। মঙ্গল এবং বুধবারের তুলনায় বৃহস্পতিবার কমেছে দৈনিক টিকাকরণও।
বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮১২ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৩১ হাজার ৬৬২। জেলা ভিত্তিক তালিকায় শীর্ষেই রয়েছে উত্তর ২৪ পরগনা। শেষ ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ১১৪ জন। কলকাতাতেও সামান্য বেড়ে দৈনিক আক্রান্ত ছুঁল ৭৯। তালিকায় তার পরেই রয়েছে দার্জিলিং, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, হাওড়া। বৃহস্পতিবার রাজ্যে সুস্থ হয়েছেন ৮২৩ জন, যা গতকালের তুলনায় কম। রাজ্যে মোট সক্রিয় রোগীর সংখ্যা দাঁড়াল ১০ হাজার ৭২১।
বুধবারের তুলনায় বৃহস্পতিবার কোভিডে মৃত্যু বাড়ল রাজ্যে। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে প্রাণ হারিয়েছেন ১৩ জন। এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মৃত্যু মোট ১৮ হাজার ১৯৩ জনের। এই দিন রাজ্যে সংক্রমণের হারও বাড়ল। বুধবার সংক্রমণের হার ছিল ১.৩৯ শতাংশ। তা বৃহস্পতিবার দাঁড়াল ১.৬৯ শতাংশে। টেস্টের কত শতাংশ পজিটিভ, তা-ই বোঝা যায় সংক্রমণ হারে। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৪৮ হাজার ৮৬৯ জনের।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক প্রকাশিত বুলেটিন অনুয়ায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকাপ্রাপ্তের সংখ্যা ২ লক্ষ ৯০ হাজার ৫৯৮। এখনও পর্যন্ত টিকা পেয়েছেন ৩ কোটি ৯ লক্ষ ৭১ হাজার ৪৩৭ জন।