রুপোতেই সন্তুষ্ট থাকতে হল রবিকে। ছবি পিটিআই
দরকার ছিল একটা জয়। তা-ও বিশ্বের অন্যতম সেরা প্রতিপক্ষের বিরুদ্ধে। আশা জাগিয়েও শেষ ধাপে এসে আটকে গেলেন রবি দাহিয়া। পুরুষদের কুস্তিতে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল তাঁকে।
রাশিয়ার জাভুর উগুয়েভের বিরুদ্ধে নেমেছিলেন রবি। শুরুতে জাভুর এগিয়ে গেলেও পাল্টা লড়াইয়ে ফিরে এসেছিলেন তিনি। প্রথম রাউন্ডের শেষে ২-৪ পয়েন্টে এগিয়ে ছিলেন জাভুর।
কিন্তু দ্বিতীয়ার্ধে কৌশলের সামান্য বদলে রবির থেকে ম্যাচ ক্রমশ কেড়ে নিতে থাকেন রাশিয়ার কুস্তিগির। একসময় ২-৭ পিছিয়ে পড়েছিলেন রবি। সেখান থেকে লড়াই করে ৪-৭ করে দেন। তবে আগের ম্যাচের মতো শেষ মুহূর্তে কোনও চমক দিতে পারেননি তিনি। তাই এ বারের মতো রুপোতেই থেমে যেতে হল তাঁকে।
গ্রাফিক: শৌভিক দেবনাথ
কুস্তিতে এই নিয়ে ভারতের মোট সাতটি পদক হল। কিন্তু সোনার খরা ১৩ বছর পরেও কাটল না। শেষ বার অলিম্পিক্সে ব্যক্তিগত পদক এসেছিল শুটিংয়ে। ২০০৮ অলিম্পিক্সে যা জিতেছিলেন অভিনব বিন্দ্রা। তার পর রবি আশা জাগিয়েছিলেন। সম্ভবত বৃহস্পতিবারের দিনটা তাঁর ছিল না।