—ফাইল চিত্র।
করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে রাজ্য়ের বন্দিদের ফের প্যারোলে মুক্তির দাবি জানাল এসইউসি। দলের রাজ্য় সম্পাদকমণ্ডলীর সদস্য় তথা প্রাক্তন বিধায়ক তরুণকান্তি নস্কর ওই দাবি জানিয়ে মঙ্গলবার কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে চিঠি দিয়েছেন।
করোনা-কালে কয়েক মাস প্যারোলে মুক্তি-পর্ব কাটিয়ে বন্দিরা আবার সংশোধনাগারে ফিরেছেন। তরুণবাবুর বক্তব্য়, বাইরে থেকে সংশোধনাগারে যাওয়া প্রহরীদের মাধ্যমে বন্দিদের করোনায় আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকছে। অন্য় দিকে, রেল, প্রতিরক্ষা-সহ নানা রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে কেন্দ্রের বেসরকারিকরণের নীতির প্রতিবাদে এ দিনই এসইউসি-র প্রাক্তন সাংসদ তরুণ মণ্ডলের নেতৃত্বে একটি নাগরিক কনভেনশন থেকে শিয়ালদহ ডিআরএম-এর কাছে দাবিপত্র জমা দেওয়া হয়েছে।