Coronavirus. Coronavirus in West Bengal

রাজ্যে বাড়ল করোনা সংক্রমণের হার, সুস্থতার হার অপরিবর্তিত, বাড়ছে উদ্বেগ

রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৪৮ জন। মৃত ৬১।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২০ ২২:১০
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ

রাজ্যের করোনা সংক্রমণের প্রবণতায় চমকপ্রদ কোনও পরিবর্তন নেই। নমুনা পরীক্ষা কম। তাই গত ২৪ কমেছে আক্রান্তের সংখ্যাও। সুস্থতার হার অপরিবর্তিত। তবে উল্লেখযোগ্য ভাবে বাড়ল সংক্রমণের হার, যা নিয়ে কিছুটা হলেও চিন্তা বাড়বে রাজ্য প্রশাসনের। উত্তর ২৪ পরগনায় এক দিনে নতুন আক্রান্ত প্রায় সাড়ে সাতশো। কলকতায় সাড়ে ছ’শোর বেশি।

Advertisement

সোমবার স্বাস্থ্য দফতরের দেওয়া বুলোটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট এসেছে ৩ হাজার ৩৪৮ জনের। রবিবার এই সংখ্যা ছিল ৩ হাজার ৩৫৭, যা এখনও পর্যন্ত এক দিনে নতুন সংক্রমণের রেকর্ড। সব মিলিয়ে রাজ্যে মোট কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২ লক্ষ ৭০ হাজার ৩৩১।

গত কয়েক দিনে ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যুর সংখ্যা ঘোরাফেরা করছে ৬০ এর উপরে। এ দিনও তার ব্যতিক্রম হয়নি। সোমবারের বুলেটিনে রাজ্যে ২৪ ঘণ্টায় মৃ্ত্যু হয়েছে ৬১ জনের। রবিবারের চেয়ে এক জন কম। রাজ্য়ে এখনও পর্যন্ত সর্বোচ্চ মৃত্যু হয়েছে ৬২ জনের। রাজ্যে এই নিয়ে মোট কোভিডের বলি হলেন ৫ হাজার ২৫৫ জন। ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু কলকাতায়— ১৬ জনের। উত্তর ২৪ পরগনায় মারা গিয়েছেন ৯ জন।

Advertisement

আক্রান্ত ও মৃত্যুর পাশাপাশি সুস্থতার হারেও অস্বস্তি বেড়েছে। দীর্ঘদিন ধরেই টানা বাড়ছিল সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা। কিন্তু সোমবারের বুলেটিনে রবিবারের সঙ্গে কোনও পার্থক্য নেই সুস্থতার হারে (৮৭.৯২ শতাংশ)। রাজ্যে গত ২৪ ঘণ্টায় মোট হাসপাতাল থেকে ছাড়া পাওয়া কোভিড আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৯। মোট আক্রান্তের মধ্যে এখনও পর্যন্ত ভাইরাসের সংক্রমণ মুক্ত হয়েছেন ২ লক্ষ ৪০ হাজার ৭০৭ জন। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৭ হাজার ৭১৭।

আরও পড়ুন: দৈনিক সংক্রমণ নামল ৭৪ হাজারে, কমল সক্রিয় রোগীর সংখ্যাও

রবিবারের চেয়ে এ দিন আক্রান্তের সংখ্যা ৯ জন কমেছে। আপাতদৃষ্টিতে এটা স্বস্তিদায়ক মনে হলেও আসলে তা নয়। কারণ গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা কমেছে ২ হাজার ১২২। অথচ নতুন আক্রান্তের সংখ্যা সেই হারে কমেনি। অর্থাৎ পজিটিভিটি রেট বা সংক্রমণের হার বেড়েছে। প্রতি দিন যত জনের কোভিড-টেস্ট করা হচ্ছে এবং তার মধ্যে প্রতি ১০০ জনে যত সংখ্যকের কোভিড-রিপোর্ট পজিটিভ আসছে, তাকেই বলা হয় ‘পজিটিভিটি রেট’ বা সংক্রমণের হার। রবিবার সংক্রমণের হার ছিল ৭.৯৪ শতাংশ। সোমবার তা বেড়ে হয়েছে ৮.৩৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৪০ হাজার ১৪০ জনের। রবিবার যা ছিল ৪২ হাজার ২৬২। এখনও পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৪ লক্ষ ৩৮ হাজার ১২৮ জনের।

আরও পড়ুন: মণীশ-হত্যা ঘিরে তপ্ত কলকাতাও, তিক্ত বাগ‌্‌যুদ্ধে অর্জুন-ফিরহাদ

সংক্রমণের নিরিখে বেশ কিছু দিন ধরেই কখনও কলকাতা, কখনও উত্তর ২৪ পরগনা শীর্ষে থাকছে। রবিবারের বুলেটিনে সবচেয়ে বেশি নতুন সংক্রমণ ছিল কলকাতায়। সোমবার আবার কলকাতাকে (৬৬৯) টেক্কা দিয়ে প্রথম স্থানে উঠে এসেছে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় এই জেলায় নতুন সংক্রমণ ধরা পড়েছে ৭৪২ জনের। কলকাতার লাগোয়া চার জেলায় গোড়া থেকেই করোনা আক্রান্তের সংখ্যা বেশি। সোমবারের বুলেটিন অনুযায়ী দক্ষিণ ২৪ পরগনায় ১৯২ জন, হাওড়ায় ১৮৮ জন এবং হুগলিতে আক্রান্ত হয়েছেন ১৩৮ জন। শতাধিক মানুষ নতুন করে আক্রান্ত হয়েছেন পূর্ব মেদিনীপুর (১৪২), পশ্চিম মেদিনীপুর (১৩১), নদিয়া (১২৬), মালদহ (১১৩) ও মুর্শিদাবাদ (১০০) জেলায়।

(গ্রাফের উপর হোভার বা টাচ করলে প্রত্যেক দিনের পরিসংখ্যান দেখতে পাবেন।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement