প্রতীকী ছবি।
করোনা ঠেকাতে ভিন্ রাজ্য থেকে আসা মানুষজনদের স্বাস্থ্য পরীক্ষা করানোয় জোর দেওয়া হয়েছে। আর সে কারণেই, অন্য রাজ্যে চিকিৎসা করিয়ে পশ্চিমবঙ্গে ঢোকার মুখে পাঁচ ক্যানসার আক্রান্ত রোগী ও তাঁদের পরিজন-সহ মোট ১২ জনকে আসানসোল জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখার ব্যবস্থা করেছে পুলিশ। সবার লালারসের নমূনা পরীক্ষার জন্য কলকাতায় পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পরে, পরবর্তী পদক্ষেপ করা হবে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে।
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট সূত্রে জানা গিয়েছে, ওই ক্যানসার আক্রান্ত রোগী ও তাঁদের পরিজনেরা সকলেই মুম্বইয়ে চিকিৎসা করাতে গিয়েছিলেন। পূর্ব বর্ধমান, বীরভূম ও হুগলি জেলার বাসিন্দা ওই সব রোগী ও পরিজনেরা কেউ অ্যাম্বুল্যান্সে, কেউ ভাড়ার গাড়ি করে বাড়ি ফিরছিলেন। ডুবুরডিহি সীমানায় তাঁদের আটকে লাগোয়া গেস্ট হাউস বা হোটেলে রাখার ব্যবস্থা করা হয়। সেই থেকে তাঁরা গত কয়েকদিন ধরে সীমানায় আটকে ছিলেন।
রোগীর পরিজনেরা জানিয়েছেন, হোটেল ও গেস্ট হাউসের থাকা-খাওয়ার খরচ বহন করতে তাঁদের নাভিশ্বাস উঠেছিল। বারবার পুলিশের কাছে বাড়ি ফেরার আবেদন করেছিলেন তাঁরা। অবশেষে সোমবার রাতে তাঁদের গেস্ট হাউস ও হোটেল থেকে নিয়ে আসানসোল জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে পুলিশ। পুলিশ কমিশনার সুকেশকুমার জৈন বলেন, ‘‘ভিন্ রাজ্যের কাউকেই বিনা অনুমতিতে এ রাজ্যে ঢুকতে দেওয়া হচ্ছে না। যাঁরা ঢোকার অনুমতি পাচ্ছেন, তাঁদের ক্ষেত্রে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’’
ওই রোগীরা ও তাঁদের পরিজনেদের হাসপাতালে আনার পরে কী ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য দফতর? আসানসোল জেলা হাসপাতাল সুপার নিখিলচন্দ্র দাস বলেন, ‘‘বুধবার সকালে ওই ১২ জনের লালারস পরীক্ষার জন্য কলকাতায় পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট আসার পরে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’’ নিখিলবাবু জানিয়েছেন, তাঁরা সকলেই ভাল আছেন।
একই ভাবে মুম্বই থেকে মুর্শিদাবাদের বাসিন্দা এক ক্যানসার আক্রান্ত রোগী ও তাঁর স্ত্রী, ছেলে বুধবার সকালে ডুবুরডিহি সীমানায় পৌঁছলে তাঁদের প্রাথমিক স্বাস্থ্যপরীক্ষা করিয়ে লাগোয়া হোটেলে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তাঁদেরও লালারস সংগ্রহ করে কলকাতায় পাঠানো হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রের খবর।
বুধবার জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, আসানসোলের সেনর্যালে রোড লাগোয়া বেসরকারি করোনা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি থাকা ৬৭ জনের লালারসের নমুনা পরীক্ষার জন্য কলকাতায় পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে ৪৫ জন পরিযায়ী শ্রমিক রয়েছেন। তাঁরা সুরাত থেকে এই রাজ্যে ফিরছিলেন। কয়েকদিন ধরে ডুবুরডিহি সীমানায় আটকে ছিলেন। সোমবার রাতে তাঁদের আসানসোলে আনা হয়েছে।
(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)