Coronavirus in West Bengal

দৈনিক নতুন সংক্রমিতের থেকে বেশি সুস্থ, নামছে সংক্রমণের হারও

গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনায় সংক্রমিত ২ হাজার ৯৬৪ জন।এ দিন সুস্থ ৩ হাজার ২৫১ জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ অগস্ট ২০২০ ২২:০৪
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ

রাজ্যে নতুন করে করোনা সংক্রমিতের সংখ্যা রোজই ঘোরাফেরা করছিল ৩ হাজারের গণ্ডিতে। সোমবার সেই ছবিটা বদলে গিয়েছিল এক ঝটকায়। মঙ্গলবারও সেই পরিস্থিতি বহাল রইল। অর্থাৎ নতুন সংক্রমণের সংখ্যা ৩ হাজারের নীচে রইল এ দিনও। সেই সঙ্গে গত কালকের মতো, এ দিনও দৈনিক সুস্থ হয়ে ওঠার সংখ্যাটা নতুন সংক্রমণের সংখ্যাকে পেরিয়ে অনেকটা উপরে চলে গেল।

Advertisement

রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২ হাজার ৯৬৪ জন। সেই সঙ্গে এ দিন সুস্থ হয়ে উঠেছেন ৩ হাজার ২৫১ জন। রাজ্যে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৪৪ হাজার ৮০১ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ১৪ হাজার ৫৪৩ জন। রাজ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ২৭ হাজার ৩৪৯ জন। সুস্থতার হার ৭৯.১০ শতাংশ। করোনা আতঙ্কের মধ্যে এই পরিস্থিতি অনেকটাই স্বস্তিদায়ক বলে মনে করছে স্বাস্থ্য দফতর।

এ দিন মৃত্যু হয়েছে ৫৮ জনের। এসব মিলিয়ে রাজ্যে মোট ২ হাজার ৯০৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৬ জনই কলকাতার বাসিন্দা। এই নিয়ে কলকাতায় ১ হাজার ২০৩ জনের মৃত্যু হল। এ দিন উত্তর ২৪ পরগনায় মারা গিয়েছেন ১৮ জন। সেখানে মোট মৃত্যু হল ৬৭৭ জনের। এ ছাড়া জলপাইগুড়িতে ৩, দক্ষিণ ২৪ পরগনায় ৬, হাওড়ায় ২, পূর্ব মেদিনীপুরে ২, মালদহে ২ এবং দার্জিলিঙে ২ জনের মৃত্যু হয়েছে।

Advertisement

(গ্রাফের উপর হোভার বা টাচ করলে প্রত্যেক দিনের পরিসংখ্যান দেখতে পাবেন।)

আরও পড়ুন: শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ, কলকাতায় কম হলেও বৃষ্টি বাড়বে দক্ষিণ ও পশ্চিমের জেলাগুলিতে

কলকাতায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৫৪১ জন। কলকাতায় মোট করোনা রোগীর সংখ্যা এখন ৩৭ হাজার ২৬৩ জন। উত্তর ২৪ পরগনায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৯০ জন। সেখানে মোট করোনা রোগী ২৪ হাজার ২৫৭ জন। দক্ষিণ ২৪ পরগনায় ১৫১, হুগলিতে ১২২, হাওড়ায় ১৩৪, পশ্চিম বর্ধমানে ১০৫, পূর্ব বর্ধমানে ৭২, পূর্ব মেদিনীপুরে ১১৪, পশ্চিম মেদিনীপুরে ১৯৫, বাঁকুড়ায় ৬২, পুরুলিয়ায় ৯৮, বীরভূমে ৫১ এবং মুর্শিদাবাদে ৮১ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন এ দিন।

উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে ৭৮, কোচবিহারে ৮৯, দার্জিলিঙে ৮০, জলপাইগুড়িতে ৯১, উত্তর দিনাজপুরে ৪৬, দক্ষিণ দিনাজপুরে ৬৬, দক্ষিণ দিনাজপুরে ৬৬ এবং মালদহে ৬৩ জন নতুন আক্রান্ত হয়েছেন এ দিন।

আরও পড়ুন: বর্ষায় ক্ষতি হতে পারে চাষের, কৃষকদের পাশে দাঁড়ানোর আশ্বাস মমতার

রাজ্যে সুস্থতার হার বেশ আশাপ্রদ। সোমবার ৩ হাজার ২৮৫ জন করোনা রোগী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিলেন। এক দিনে সুস্থতার নিরিখে তা এখনও পর্যন্ত সর্বোচ্চ। মঙ্গলবারও নতুন সংক্রমিতের সংখ্যাকে ছাপিয়ে গিয়েছে এক দিনে সুস্থের সংখ্যা। সোমবার রাজ্যে সুস্থতার হার হয়েছিল ৭৮.৪৬ শতাংশ। এ দিন তা আরও কিছুটা বেড়ে হয়েছে ৭৯.১০।

প্রতি দিন যত জন রোগীর কোভিড টেস্ট করা হচ্ছে এবং তার মধ্যে প্রতি ১০০ জনে যত সংখ্যক রোগীর কোভিড রিপোর্ট পজিটিভ আসছে, তাকেই ‘পজিটিভিটি রেট’ বা সংক্রমণের হার বলা হয়। গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক ৩৭ হাজার ৫২৪ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। গত ৭ দিন ধরে ধারাবাহিক ভাবে নামছে এ রাজ্যে করোনা সংক্রমণের হার। মঙ্গলবার সংক্রমণের হার দাঁড়িয়েছে ৭.৯ শতাংশ, যা গত দেড় মাসে রেকর্ড। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা পরীক্ষা করা হয়েছে ১৬ লক্ষ ৩৪ হাজার ১০২ জনের।

(জরুরি ঘোষণা: কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য কয়েকটি বিশেষ হেল্পলাইন চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই হেল্পলাইন নম্বরগুলিতে ফোন করলে অ্যাম্বুল্যান্স বা টেলিমেডিসিন সংক্রান্ত পরিষেবা নিয়ে সহায়তা মিলবে। পাশাপাশি থাকছে একটি সার্বিক হেল্পলাইন নম্বরও।

• সার্বিক হেল্পলাইন নম্বর: ১৮০০ ৩১৩ ৪৪৪ ২২২
• টেলিমেডিসিন সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-২৩৫৭৬০০১
• কোভিড-১৯ আক্রান্তদের অ্যাম্বুল্যান্স পরিষেবা সংক্রান্ত হেল্পলাইন নম্বর: ০৩৩-৪০৯০২৯২৯)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement