Coronavirus in West Bengal

করোনা-আক্রান্তে সংখ্যা নিয়ে বিভ্রান্তি স্বাস্থ্যসচিবের চিঠিতে

কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবকে রাজ্যের স্বাস্থ্যসচিবের পাঠানো চিঠি এবং তথ্যের বিস্তারিত জানা যায় শুক্রবার দুপুর ১টা ৪৯ মিনিটে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মে ২০২০ ০৩:৩২
Share:

ছবি: সংগৃহীত।

করোনা-আক্রান্তের সংখ্যা নিয়ে শুক্রবার প্রবল চর্চা হল প্রশাসনের অন্দরে। বৃহস্পতিবার রাজ্যকে চিঠি দিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব প্রীতি সুদন। তাতে জানানো হয়েছে, কেন্দ্রীয় তালিকায় রাজ্যের রেড জ়োনের সংখ্যা চার থেকে বেড়ে হয়েছে দশ। সেই তথ্যের প্রতিবাদ জানিয়েছে রাজ্য। কিন্তু ওই দিনই করোনা-আক্রান্তের বিস্তারিত তথ্য দিয়ে কেন্দ্রকে রাজ্যের স্বাস্থ্যসচিব যা জানিয়েছেন, তাতে রেড এবং অরেঞ্জ জ়োনে পশ্চিমবঙ্গে ‘কেস রিপোর্ট’ হয়েছে মোট ৯৩১টি। যদিও বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত মেডিক্যাল বুলেটিন জানাচ্ছে, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৫৭২।

Advertisement

স্বাস্থ্যসচিবের চিঠি প্রকাশিত হওয়ার পর বেশ কিছু মহল থেকে উল্লেখ করা হয়, স্বাস্থ্য দফতরের মেডিক্যাল বুলেটিনে বৃহস্পতিবার জানানো হয়েছিল, ওই দিন পর্যন্ত রাজ্যে ‘অ্যাক্টিভ কোভিড-১৯ কেস’-এর সংখ্যা ৫৭২টি। চিকিৎসার পরে ছাড়া পেয়েছেন ১৩৯ জন। কোভিড-কারণে ৩৩ জনের মৃত্যু হয়েছে। ওই মহলের হিসেব, এই সংখ্যাগুলির সম্মিলিত যোগফল হয় ৭৪৪। মুখ্যসচিব রাজীব সিংহ সে দিন এ-ও জানিয়েছিলেন, বিশেষজ্ঞ অডিট কমিটির কাছে ১০৫ জনের মৃত্যুর কারণ যাচাই করার জন্য পাঠানো হয়েছিল। তার মধ্যে সরাসরি করোনা-কারণে মারা যান ৩৩ জন। আরও ৭২ জনের মৃত্যু হয়েছে কো-মর্বিডিটির (অন্য রোগভোগ) কারণে। ওই সব মহলের বক্তব্য, এই ১০৫ জনকে ধরলেও করোনা আক্রান্তের মোট সংখ্যা হচ্ছে ৮১৬ (৫৭২+১৩৯+১০৫)।

বিজেপির জাতীয় আইটি সেল-এর দায়িত্বপ্রাপ্ত নেতা অমিত মালব্য শুক্রবার কেন্দ্রকে পাঠানো রাজ্যের স্বাস্থ্যসচিবের চিঠি এবং তথ্য আপলোড করে টুইট করেন। করোনা প্রশ্নে রাজ্যের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন। রাজ্য প্রশাসনেও শুরু হয় আলোড়ন। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবকে রাজ্যের স্বাস্থ্যসচিবের পাঠানো চিঠি এবং তথ্যের বিস্তারিত জানা যায় শুক্রবার দুপুর ১টা ৪৯ মিনিটে। সন্ধ্যে ৬ টা ৬ মিনিটে রাজ্য সরকার জানায়, কেন্দ্রীয় স্বাস্থ্যসচিবকে লেখা রাজ্যের স্বাস্থ্যসচিবের চিঠির ‘এনক্লোজ়ারে’ উল্লেখ থাকা ‘কেস’-এর সংখ্যায় কিছু সংশোধন প্রয়োজন।

Advertisement

আরও পড়ুন: রেড জ়োন নিয়ে কেন্দ্র-রাজ্য বিরোধ

আরও পড়ুন: রাজ্যের করোনা-ভূমিকা নিয়ে সমীক্ষা দিলীপের

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement