Coronavirus

শ্রম দফতরে অভিযোগ

যে কোনও সংস্থাতেই এখন ছাঁটাইয়ের চেষ্টা হলে তাঁরা লড়াই চালাবেন বলে জানিয়েছেন সিটু নেতৃত্ব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২০ ০২:৪২
Share:

প্রতীকী ছবি।

লকডাউনের মধ্যে কর্মী সঙ্কোচন ও বেতন না কাটার জন্য নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় ও রাজ্য সরকার। কিন্তু তার মধ্যেই ঠান্ডা পানীয় প্রস্তুতকারক একটি সংস্থার ফ্রাঞ্চাইজিতে কর্মরত তিনশোরও বেশি কর্মীকে পদত্যাগ করতে বলা হয়েছে বলে শ্রম কমিশনারের কাছে অভিযোগ জানিয়েছে সিটু। তাদের বক্তব্য, ওই কর্মীরা পদত্যাগ না করে দাবি করেছেন, কর্তৃপক্ষই তাঁদের বরখাস্ত করুন। সিটুর রাজ্য কমিটির দাবি, ২০০৫ সালের ডিজাস্টার্স ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুযায়ী এখন কাউকে বরখাস্ত করলে আইনি সমস্যা হবে। তাই পদত্যাগ করার জন্য চাপ দেওয়া হচ্ছে। যে কোনও সংস্থাতেই এখন ছাঁটাইয়ের চেষ্টা হলে তাঁরা লড়াই চালাবেন বলে জানিয়েছেন সিটু নেতৃত্ব।

Advertisement

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement