Coronavirus in West Bengal

Coronavirus in West Bengal: পর পর তিন দিন রাজ্যে দৈনিক আক্রান্ত ৭০০-র উপর, কলকাতায় ১০০-র উপরেই

শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৭০৩ জন। জেলাভিত্তিক তালিকায় শীর্ষে কলকাতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২১ ২২:০১
Share:

গ্রাফিক সনৎ সিংহ।

মঙ্গলবারের পর থেকে টানা তিন দিন রাজ্যে দৈনিক সংক্রমণ ৭০০-র উপরে। দৈনিক আক্রান্তের সংখ্যা শুক্রবারও সবচেয়ে বেশি কলকাতায়। বৃহস্পতিবারের তুলনায় শহরে দৈনিক সংক্রমণ সামান্য কমলেও সেই ১০০-র উপরেই রয়েছে। তবে গতকালের তুলনায় কমল সংক্রমণের হার। সেই সঙ্গে কমল মৃত্যুও। গত ২৪ ঘণ্টায় টিকাপ্রাপ্তের সংখ্যা কমলেও তা চার লক্ষের বেশি।
শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৭০৩ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট কোভিড আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৪৬ হাজার ২৩৭। জেলাভিত্তিক তালিকায় শীর্ষে কলকাতা। সেখানে শুক্রবার সংক্রমিত হয়েছেন ১১২ জন। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে দৈনিক সংক্রমিতের সংখ্যা সামান্য কমে ৮৮। তালিকায় তার পরই রয়েছে দার্জিলিং, নদিয়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, জলপাইগুড়ি।

Advertisement

শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে মোট আট জনের। অতিমারি কালে এখনও পর্যন্ত রাজ্যে করোনায় প্রাণ গিয়েছে ১৮ হাজার ৪১০ জনের। শুক্রবার রাজ্যে সংক্রমণের হার সামান্য কমে হয়েছে ১.৬৫ শতাংশ। রাজ্যে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ন’হাজার ১৪৩। কলকাতায় সক্রিয় রোগীর সংখ্যা সামান্য বেড়ে দাঁড়াল এক হাজার ৩৫।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকাপ্রাপ্তের সংখ্যা চার লাখ ১৭ হাজার ১৪০। এখনও পর্যন্ত রাজ্যে মোট টিকাপ্রাপ্তের সংখ্যা তিন কোটি ৮০ লক্ষ ৬৬ হাজার ৫৬৯ জন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement