Coronavirus in West Bengal

Coronavirus in West Bengal: রাজ্যে দৈনিক সংক্রমণ ৭০০ পার, কলকাতায় নতুন আক্রান্ত ১৯২, মৃত্যু বেড়ে ১৩

মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকা পেয়েছেন ছ’লক্ষ ৫৩ হাজার ৬৩২ জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২১ ২১:৩৬
Share:

গ্রাফিক: সনৎ সিংহ

সোমবারের তুলনায় রাজ্যে কোভিড পরীক্ষা বাড়তেই দৈনিক আক্রান্তের সংখ্যা আবার বেড়ে ৭০০ ছাড়াল। কলকাতায় দৈনিক আক্রান্ত আবার ২০০-র কাছাকাছি পৌঁছে গেল। বেড়েছে উত্তর পরগনাতেও। তবে রাজ্যে সংক্রমণের হার অনেকটাই কমে নামল দুই শতাংশের নীচে।

মঙ্গলবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে কোভিডে সংক্রমিত হয়েছেন ৭০৫ জন। মহানগরীতে নতুন আক্রান্ত ১৯২। উত্তর ২৪ পরগনাতেও আবার দৈনিক আক্রান্ত বেড়ে দাঁড়াল ১৩৭। কলকাতা সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে পরিস্থিতি উদ্বেগজনকই রয়েছে। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনায় সংক্রমিত হয়েছেন ৬৪ জন, হাওড়ায় ৫৫ আর হুগলিতে ৪৬ জন। উত্তরবঙ্গের দার্জিলিঙে নতুন করে আক্রান্ত হয়েছেন ২১ জন।

Advertisement

শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে ১৩ জনের। উত্তর ২৪ পরগনাতে মারা গিয়েছেন চার জন আর কলকাতা দু’জন। রাজ্যে এখনও পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৯ হাজার ৪৮৬। মঙ্গলবার রাজ্যে সংক্রমণমুক্ত হয়েছেন ৬৯৪ জন।

সোমবার রাজ্যে সংক্রমণের হার একলাফে অনেকটা বেড়েছিল। মঙ্গলবার তা কমে দাঁড়াল ১.৯৩ শতাংশ। বাংলায় বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা সামান্য কমে হল সাত হাজার ৭৩১।

Advertisement

মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকা পেয়েছেন ছ’লক্ষ ৫৩ হাজার ৬৩২ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট টিকাপ্রাপ্তির সংখ্যা ন’কোটি ২১ লক্ষ ৯৭ হাজার ৫৬৭।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement