Coronavirus in West Bengal

Coronavirus in West Bengal: কলকাতা-সহ প্রায় সব জেলাতেই বাড়ল দৈনিক সংক্রমণ, মৃত্যু হল ১৯ জনের

হাজারের গণ্ডি পেরনোর পর ৮ দিনের মাথাতেই দৈনিক আক্রান্ত ১৫ হাজার ছাড়াল রাজ্যে। বৃহস্পতিবার কলকাতায় দৈনিক সংক্রমণ পেরিয়ে গেল সাড়ে ছ’হাজার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২২ ২০:২৪
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

হাজারের গণ্ডি পেরনোর পর মাত্র আট দিনের মাথাতেই দৈনিক আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ছাড়াল রাজ্যে। কলকাতাতেও গত সপ্তাহে বৃহস্পতিবার এক হাজার পেরিয়েছিল দৈনিক সংক্রমণ। ঠিক তার এক সপ্তাহের মাথায় ৬ জানুয়ারি অর্থাৎ, বৃহস্পতিবার কলকাতায় দৈনিক আক্রান্ত পেরিয়ে গেল সাড়ে ছ’হাজার। শুধু মহানগরীতেই নয়, এক-দু’টি বাদে রাজ্যের প্রায় সব জেলাতেই বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। তাৎপর্যপূর্ণ ভাবে, পশ্চিম মেদিনীপুরেও হাজারের কাছে তা পৌঁছে গিয়েছে তা। দৈনিক সংক্রমণের হার আরও কিছুটা বেড়ে ২৫ শতাংশের কাছে পৌঁছে গেল রাজ্যে। বাড়ল সক্রিয় রোগী। দৈনিক মৃত্যুও বাড়ল বাংলায়।

Advertisement

বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ৪২১ জন। কলকাতায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৬৯ জন। উত্তর ২৪ পরগনায় দৈনিক আক্রান্ত সামান্য বেড়ে হল ২ হাজার ৬৫০। রাজ্যে সংক্রমণ বৃদ্ধির প্রাথমিক প্রবণতায় দেখা গিয়েছিল, শুধু কলকাতা ও আশপাশের জেলা অর্থাৎ হাওড়া, হুগলি এহং দক্ষিণ ২৪ পরগনাতে পাল্লা দিয়ে সংক্রমণ বাড়তে দেখা গিয়েছে। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনায় বুধবারের তুলনায় নতুন সংক্রমণ সামান্য বাড়লেও কমল হাওড়া, হুগলিতে। ওই তিন জেলায় নতুন করে আক্রান্ত হয়েছেন যথাক্রমে ৭৮৭ জন, ১ হাজার ২৪৮ জন ও ৫৩১ জন।

অন্য দিকে, পশ্চিম বর্ধমানে আক্রান্ত হয়েছেন ৯১৯ জন। দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে দৈনিক সংক্রমণ বেড়েছে পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়ায়। কমেছে মুর্শিদাবাদে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে শুধু দার্জিলিং বাদে বাকি সব জেলাতেই দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়েছে। মালদহে আক্রান্ত হয়েছেন ২০১ জন। দার্জিলিঙে ১৭৯ জন।

Advertisement

শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে ১৯ জনের। এর মধ্যে কলকাতায় মারা গিয়েছেন তিন জন এবং উত্তর ২৪ পরগনায় সাত জন করোনা রোগী। এখনও পর্যন্ত রাজ্যে কোভিডে মারা গিয়েছেন ১৯ হাজার ৮৪৬ জন। বুধবার সংক্রমণমুক্ত হয়েছেন ৭ হাজার ৩৪৩ জন।

বুধবার রাজ্যে দৈনিক সংক্রমণের হার এক লাফে পৌঁছে গিয়েছিল ২৩.১৭ শতাংশে। বৃহস্পতিবার তা হল ২৪.৭১ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া ২৯ ডিসেম্বর-৪ জানুয়ারির সংক্রমণ সংক্রান্ত পরিসংখ্যান থেকে দেখা যাচ্ছে, মাত্র সাত দিনে কলকাতা শহরে কোভিড-১৯ সংক্রমণের হার পৌঁছেছে ৪৪.৫ শতাংশে। পাশের জেলার হাওড়াতেও দ্রুত বাড়ছে করোনা সংক্রমণ। সেখানে সংক্রমণের হার গত এক সপ্তাহে পৌঁছে গিয়েছে ৩০.১৪ শতাংশে।

গ্রাফিক: সনৎ সিংহ

প্রায় আট হাজার বেড়ে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা হল ৪১ হাজার ১০১। কলকাতায় সক্রিয় রোগীর সংখ্যা পৌঁছে গেল প্রায় ১৯ হাজারের কাছে। বৃহস্পতিবার রাজ্যের সব জেলাতেই সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকা পেয়েছেন ৫ লক্ষ ১২ হাজার ৮৪৪ জন। রাজ্যে মোট টিকাকরণ হয়েছে ১০ কোটি ৭৩ লক্ষ ৬ হাজার ৩২৮।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement