West Bengal Weather Update

সকালে ঘন কুয়াশায় ঢাকল উত্তর ও দক্ষিণবঙ্গ, আগামী সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস তিন জেলায়

হাওয়া অফিস জানিয়েছে, আপাতত ঘন কুয়াশার দাপট চলবে রাজ্য জুড়ে। আগামী সপ্তাহের শুরুতে উত্তরের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। হালকা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে দার্জিলিং এবং কালিম্পঙে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ১২:৪১
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

পর পর পশ্চিমি ঝঞ্ঝার দাপটে চলতি সপ্তাহে জাঁকিয়ে শীতের মুখ দেখবে না বঙ্গ। বুধের চেয়ে বৃহস্পতিবার আরও একটু বাড়ল তাপমাত্রা। শুক্রবার পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে জানাল আলিপুর।

Advertisement

হাওয়া অফিস জানিয়েছে, আপাতত ঘন কুয়াশার দাপট চলবে রাজ্য জুড়ে। আগামী সপ্তাহের শুরুতে উত্তরের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। হালকা বৃষ্টি কিংবা তুষারপাত হতে পারে দার্জিলিং এবং কালিম্পঙে। তবে দক্ষিণবঙ্গে কোথাও আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আপাতত দক্ষিণের সর্বত্র শুষ্কই থাকবে আবহাওয়া।

উত্তরবঙ্গের চার জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে। হলুদ সতর্কতা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। শুক্রবার এই জেলাগুলিতে সকালের দিকে ঘন কুয়াশায় দৃশ্যমানতা ১৯৯ থেকে ৫০ মিটারে নেমে যেতে পারে। দক্ষিণবঙ্গে দুই ২৪ পরগনা এবং দুই বর্ধমানে ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি হয়েছে। এ ছাড়াও আগামী দু’দিন উত্তর ও দক্ষিণবঙ্গের সর্বত্র ভোরের দিকে হালকা-মাঝারি কুয়াশা থাকবে। এর জেরে সড়ক পথে যাতায়াত ব্যাহত হতে পারে। প্রভাব পড়তে পারে বিমান চলাচলেও।

Advertisement

সকাল থেকেই ঘন কুয়াশায় ঢেকেছিল কলকাতা। তবে বুধবারের তুলনায় বৃহস্পতিবার তাপমাত্রা সামান্য বেড়েছে। বুধবার ভোরে কলকাতার পারদ নেমেছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াসে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি। সেই তুলনায় বৃহস্পতির ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১৬.৮ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে ২.৭ ডিগ্রি বেশি। তবে আলিপুরের পূর্বাভাস, বেশি দিনের অপেক্ষা নয়! সপ্তাহান্তেই ফিরছে শীতের আমেজ। রবিবার, ২৬ জানুয়ারি থেকে উত্তুরে হাওয়ার দাপটে তাপমাত্রা ফের ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement