Coronavirus in West Bengal

Coronavirus in West Bengal: কলকাতা ও উত্তর ২৪ পরগনায় বাড়ল দৈনিক সংক্রমণ, রাজ্যে নতুন আক্রান্ত ৬০৮

শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকা পেয়েছেন পাঁচ লক্ষ ১০ হাজার ৬৬ জন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০২১ ১৯:৫৫
Share:

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

শুক্রবার নিয়ে টানা তিন দিন রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৭০০-র নীচেই রইল। আর সংক্রমণের হারও অনেকটাই কমল। তবে বৃহস্পতিবারের তুলনায় কলকাতা ও উত্তর ২৪ পরগনায় বাড়ল নতুন আক্রান্তের সংখ্যা। রাজ্যে বাড়ল দৈনিক মৃত্যুও।

শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুয়ায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৬০৮ জন। যা বৃহস্পতিবারের তুলনায় অনেকটাই কম। কিন্তু কলকাতায় নতুন আক্রান্ত বেড়ে হল ১৫৮। উত্তর ২৪ পরগনাতেও সামান্য বেড়ে দাঁড়াল ১২৭। তবে কলকাতা সংলগ্ন হাওড়া, হুগলি ও দক্ষিণ ২৪ পরগনায় কমল দৈনিক আক্রান্ত। বৃহস্পতিবারের তুলনায় খানিকটা কমল উত্তরবঙ্গের দার্জিলিঙেও।

Advertisement

শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে ১৩ জনের। এর মধ্যে উত্তর ২৪ পরগনায় মারা গিয়েছেন পাঁচ জন, দক্ষিণ ২৪ পরগনায় চার জন এবং মহানগরীতে তিন জন। রাজ্যে এখনও পর্যন্ত কোভিডে প্রাণ হারিয়েছেন ১৯ হাজার ৫২৩ জন।

বৃহস্পতিবার রাজ্যে করোনা সংক্রমণের হার কমে অনেকটা কমে হল ১.৫১ শতাংশ। কোভিড পরীক্ষা হয়েছে ৪০ হাজার ২৪২ জনের। এ দিন সংক্রমণমুক্ত হয়েছেন ৬১৫ জন। বাংলায় বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা আরও কিছুটা কমে হল সাত হাজার ৬৭০।

Advertisement

শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকা পেয়েছেন পাঁচ লক্ষ ১০ হাজার ৬৬ জন। রাজ্যে এখনও পর্যন্ত মোট টিকাপ্রাপ্তি ন’কোটি ৩৬ লক্ষ ২৭ হাজার ৫২৭।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement