গ্রাফিক: সন্দীপন রুইদাস।
২৪ ঘণ্টার মধ্যেই রাজ্যে করোনায় নতুন করে আক্রান্তের সংখ্যা একলাফে ৮০০-র গণ্ডি পার করল। উত্তর ২৪ পরগনায় দৈনিক আক্রান্ত শতাধিক। কলকাতাতেও তা ঊর্ধ্বমুখী হয়েছে। কোভিডে দৈনিক মৃত্যুর সংখ্যাও বেড়েছে এ রাজ্যে। তবে কলকাতায় আগের দিনের মতো গত ২৪ ঘণ্টাতেও কোনও বাসিন্দা মারা যাননি। ওই সময়ের মধ্যে রাজ্যে আড়াই লক্ষের বেশি টিকাকরণ হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। যদিও কোভিড পরীক্ষার সংখ্যা আগের দিনের থেকে বেড়েছে।
বুধবার সন্ধ্যায় রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮১৫। এর মধ্যে শুধুমাত্র উত্তর ২৪ পরগনা জেলাতেই নতুন করে আক্রান্ত হয়েছেন ১১৪ জন। এ ছা়ড়া, দক্ষিণ ২৪ পরগনায় ৮১ এবং কলকাতায় ৮০ জনের দেহে সংক্রমণ ছড়িয়েছে। এই তিন জায়গা ছা়ড়াও দার্জিলিং (৬২), পূর্ব মেদিনীপুর (৫৯), নদিয়া (৫২), হুগলি (৪৫), জলপাইগুড়ি (৪২) এবং বাঁকু়ড়া (৪১) জেলার দৈনিক আক্রান্তের সংখ্যায় উদ্বেগ বাড়ছে। সব মিলিয়ে এখনও পর্যন্ত মোট ১৫ লক্ষ ২৪৫ হাজার ৭৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১১ হাজার ৩৭০। তবে নতুন সংক্রমণ বাড়লেও এর দৈনিক হার কমে দাঁড়িয়েছে ১.৪৭ শতাংশে।
সংক্রমণের দৈনিক সংখ্যার মতোই ঊর্ধ্বমুখী হয়েছে কোভি়ডে মৃত্যু। স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৪ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। তার মধ্যে দার্জিলিঙে ৪ জন মারা গিয়েছেন। এ ছাড়া, কোচবিহারে ২, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, হুগলি এবং দুই ২৪ পরগনা জেলায় ১ জন করে সংক্রমিতের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। বুধবারের বুলেটিন অনুযায়ী, এখনও পর্যন্ত মোট ১৮ হাজার ১০৯ জন সংক্রমিতের মৃত্যু হয়েছে।
করোনার মোকাবিলায় টিকাকরণ এবং কোভিড পরীক্ষাই অন্যতম হাতিয়ার বলে মনে করেন অনেকে। তবে মঙ্গলবারের বুলেটিনে দৈনিক টিকাকরণ ৩ লক্ষাধিক দেখা গেলেও বুধবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে ২ লক্ষ ৬৭ হাজার ৬৫৩ জনকে টিকা দেওয়া হয়েছে। অন্য দিকে, স্বাস্থ্য দফতরের বুধবার সন্ধ্যার বুলেটিন জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় কোভিড পরীক্ষা বেড়ে হয়েছে ৪৫ হাজার ১২২টি।