শহর লাগোয়া দক্ষিণবঙ্গের একাধিক জেলায়ও দৈনিক আক্রান্তের সংখ্যায় চিন্তার ভাঁজ পড়েছে স্বাস্থ্যকর্তাদের কপালে। গ্রাফিক: সনৎ সিংহ।
রাজ্য জু়ড়ে করোনার নতুন সংক্রমণ ফের হাজারের দোরগোড়ায় পৌঁছল। এই নিয়ে টানা চার দিন। কলকাতার পরিসংখ্যান ঘিরেও উদ্বেগ বাড়ছে। এ শহরে টানা চার দিন ধরে ২৭০-এর বেশি বাসিন্দা আক্রান্ত হয়েছেন। শহর লাগোয়া দক্ষিণবঙ্গের একাধিক জেলায়ও দৈনিক আক্রান্তের সংখ্যায় চিন্তার ভাঁজ পড়েছে স্বাস্থ্যকর্তাদের কপালে। যার জেরে বেড়েছে সংক্রমণের দৈনিক হারও। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যাও ঊর্ধ্বমুখী হয়ে দু’অঙ্কের ঘরে পৌঁছেছে। তবে টিকা প্রদানের দৈনিক সংখ্যা বে়ড়ে ১০ লক্ষাধিক হয়েছে। বাড়ানো হয়েছে কোভিড পরীক্ষাও।
শনিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৯৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তার মধ্যে শুধুমাত্র কলকাতায় নতুন আক্রান্ত ২৭২। স্বাস্থ্যকর্তাদের চিন্তায় ফেলেছে উত্তর ২৪ পরগনার পরিসংখ্যানও। ওই জেলায় নতুন আক্রান্ত ১৪৮। অন্য দিকে, এক দিনের মধ্যে দক্ষিণ ২৪ পরগনায় ৮৫, হাওড়ায় ৮২ এবং হুগলিতে ৭৩ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। নদিয়ার আরও ৪৫ জন বাসিন্দার কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। গত ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিঙে নতুন আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। ওই জেলায় ৪১ জনের মধ্যে সংক্রমণ ছড়িয়েছে। এ ছাড়া, রাজ্যের প্রায় প্রতিটি জেলায় কমবেশি সংক্রমিতের সন্ধান পাওয়া গিয়েছে। স্বাস্থ্য দফতরের হিসাব অনুযায়ী, এখনও পর্যন্ত ১৫ লক্ষ ৯১ হাজার ৯৯৪ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। তবে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৮ হাজার ৩১০। যা আগের দিনের (৮,২২৩) থেকে বেড়েছে। সংক্রমণের দৈনিক হারও ঊর্ধ্বমুখী হয়েছে দাঁড়িয়েছে ২.০৮ শতাংশে।
স্বাস্থ্য দফতরের চিন্তা বাড়াচ্ছে কোভিড রোগীদের মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় ১৩ জন রোগী মারা গিয়েছেন। তার মধ্যে উত্তর ২৪ পরগনার বাসিন্দা ৫। কলকাতার ৪ জন রোগী মারা গিয়েছেন। দার্জিলিং, মুর্শিদাবাদ এবং দুই মেদিনীপুরে ১ জন করে সংক্রমিতের মৃত্যু হয়েছে। এখনও পর্যন্ত মোট ১৯ হাজার ১২৬ জন করোনায় মারা গিয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।
সংক্রমণে রাশ টানতে স্বাস্থ্যবিধি মেনে চলা ছাড়াও কোভিড পরীক্ষার সংখ্যা বাড়ানোর পাশাপাশি টিকাকরণ জরুরি বলে মত চিকিৎসকদের। শনিবার সকালের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, তার আগের ২৪ ঘণ্টায় এ রাজ্যে ১০ লক্ষ ১৯ হাজার ৩০৩ জন টিকা পেয়েছেন। তবে আগের দিনের থেকে কোভিড পরীক্ষা কিছুটা কমেছে। স্বাস্থ্য দফতরের হিসাব অনুযায়ী, ৪৭ হাজার ১৩১টি পরীক্ষা হয়েছে।