আক্রান্তের সংখ্যা বাড়লেও বেড়েছে সুস্থতার হার (ডিসচার্জ রেট)। —ফাইল চিত্র।
ফের দৈনিক করোনা-আক্রান্তের রেকর্ড গড়ল রাজ্য। গত কয়েক দিন ধরেই এক দিনে আক্রান্তের সংখ্যা ৬০০-র মধ্যে ঘোরাফেরা করছিল। শনিবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, নতুন করে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭৪৩ জন। মারা গিয়েছেন ১৯ জন। এর মধ্যে আশার কথা, করোনা আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৪ হাজার ১৬৬ জন। এ ছাড়া, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫৯৫ জন। ফলে সুস্থতার হার (ডিসচার্জ রেট) দাঁড়িয়েছে ৬৬.৭২ শতাংশে।
এ রাজ্যে এক দিকে যেমন দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়ছে, তেমনই বাড়ছে সুস্থতার হারও। রাজ্যে এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২১ হাজারের গণ্ডি পার করেছে। এ দিন স্বাস্থ্য দফতর জানিয়েছে, রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ২১ হাজার ২৩১। অ্যাক্টিভ কোভিড রোগীর সংখ্যা ৬ হাজার ৩২৯। এখনও পর্যন্ত মারা গিয়েছেন ৭৩৬ জন।
স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে এখনও পর্যন্ত কোভিড টেস্ট হয়েছে মোট ৫ লক্ষ ৩০ হাজার ৭২ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ১৮ জনের ওই টেস্ট হয়েছে। এ রাজ্যে ৫৮২টি কোয়রান্টিন কেন্দ্র রয়েছে। সরকারি কোয়রান্টিন কেন্দ্র থেকে এখনও পর্যন্ত মোট ৯৮ হাজার ৩৭ জনকে ছাড়া হয়েছে। পাশাপাশি, ওই কেন্দ্রগুলিতে এখনও ৬ হাজার ৫৭ জন রয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।
আরও পড়ুন: আক্রান্ত বেড়ে সাড়ে ছয় লক্ষ ছুঁইছুঁই, ক্রমশ বাড়ছে সুস্থ হয়ে ওঠার সংখ্যাও
আরও পড়ুন: কোন ধাপে রয়েছে করোনা টিকা, কী জানাচ্ছে ভারত বায়োটেক?