Astrology Tips for Prosperity

রাশি অনুযায়ী কোন জিনিসগুলি ঘরে রাখলে ভাগ্যের উন্নতি হবে? খোঁজ দিলেন জ্যোতিষী

বারোটা রাশির জাতক-জাতিকারা রাশি অনুযায়ী তাঁদের ঘরে যদি কয়েকটি জিনিস রাখতে পারেন, তা হলে জীবনে দ্রুত সমৃদ্ধি আসবে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫ ০৭:৩২
Share:

—প্রতীকী ছবি।

রাশিচক্রের বারোটা রাশির ভাগ্যের উন্নতি সাধনের ব্যাপারে জ্যোতিষশাস্ত্রে নানা ধরনের উপায়ের কথা বলা হয়েছে। সেই উপায়গুলি মেনে চলতে পারলে জীবন হবে সমস্যামুক্ত। কারণ আমরা প্রতি দিনের জীবনে নিজেদের অজান্তেই নানা ভুলভ্রান্তি করে ফেলি, যার ফলে আমাদের নানা খারাপ প্রভাবের মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু আমরা যদি জ্যোতিষীদের মতানুসারে চলি, তা হলে সেই সকল খারাপ প্রভাব কাটিয়ে উঠতে পারব। বারোটা রাশির জাতক-জাতিকারা রাশি অনুযায়ী তাঁদের ঘরে যদি কয়েকটি জিনিস রাখতে পারেন, তা হলে জীবনে দ্রুত সমৃদ্ধি আসবে।

Advertisement

দেখে নিন রাশি অনুযায়ী কোন জিনিস ঘরে রাখতে হবে:

মেষ– মেষ রাশির জাতক-জাতিকারা নিজের ঘরে তামার তৈরি মূর্তি অবশ্যই রাখুন।

Advertisement

বৃষ– নিজেদের ঘরে বৃষ রাশির জাতক-জাতিকারা দক্ষিণাবর্ত শঙ্খ রাখুন।

মিথুন– জীবনে সমৃদ্ধি আনতে মিথুন রাশির জাতক-জাতিকারা ঘরে ক্রিস্টাল বল রাখুন।

কর্কট– কর্কট রাশির ব্যক্তিরা নিজের ঘরে জাহাজের শোপিস রাখুন।

সিংহ– লাল কাপড়ে একটা নিখুঁত সুপারি বেঁধে সিংহ রাশির ব্যক্তিরা নিজেদের ঘরে রেখে দিন।

কন্যা– কন্যা রাশির জাতক-জাতিকারা নিজের ঘরে একটা শিবলিঙ্গ রাখুন।

তুলা– নিজের ঘরে তুলা রাশির জাতকেরা একটা শ্রীযন্ত্রম রাখুন।

বৃশ্চিক– বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা একটি কাচের বোতলে গঙ্গাজল ভর্তি করে নিজের ঘরে রেখে দিন।

ধনু– ধনু রাশির ব্যক্তিরা নিজের ঘরে সাতটা কিংবা তার বেশি গোমতী চক্র রাখুন।

মকর– মকর রাশির ব্যক্তিরা নিজেদের ঘরে ঘোড়ার ক্ষুর রাখুন।

কুম্ভ– কুম্ভ রাশির জাতকেরা নিজের ঘরে সাদা রঙের পাথরের মূর্তি রাখুন।

মীন– মীন রাশির জাতকেরা নিজের ঘরে সৈন্ধব লবণ রাখুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement